আস্সালামুআলাইকুম হুজুর আমি একজন মেয়ে,আমি ঘরে বসে রিমোট জব করি ,আমার সেলারীটা তারা সিটি ব্যাংকের মাধ্যমে দিবে ,অন্য কোনো মাধ্যমে দিবেনা ,এটাকি সুদ হবে !? এভাবে সেলারী গ্রহণ করাকি জায়েজ হবে !?
2.আমার মা পর্দা করেনা , মোবাইলে অনেক সময় পার করেন,
একজন ছেলের সাথে সব সময় কল / মেসেজে কথা বলেন,দ্বীন মেনে চলেনা ,আগে পরিবারে কোনো ঝগড়া /মারামারি ,অনেক অশান্তি হলে সব সময় ফাঁসি লাগাতে যেতো ,,সালাত আদায় করেনা ,তাকে বুঝতে গেলে অনেক রেগে যায় ,আমার মায়ের এইসব কিছুতে ঘৃণা হয় ,উপরে উপরে নাটক করে ভালো ব্যবহার করা আমার পক্ষে সম্ভব নয় ,সব সময় মুখ কালো করে থাকি,রাগ করে থাকি ,উনি কথা বললে উত্তর দেই ,আগে মা বেশি কাজ করলে আমার খুব কষ্ট হতো একটু হলেও কাজে সাহায্য করতাম ,কিন্তু এখন সারাদিন কাজ করলেও ,সে অসুস্থ হলেও তার প্রতি কোনো অনুভূতি আমার আর আসছেনা !! আমি কি করবো হুজুর ,,আমি চাইলেও তার এতে ভালো ভাবে কথা বলতে পারিনা,সে আমার অবহেলা বুঝতে পারে যেচে যেচে কথা বলে ,আমি উত্তর দিতে মন চাইলে দেয় নয়তো না ,আমি মাকে খুবই ভয় পাই , তিনি আমার অবহেলা বুঝতে পেরে আমাকে এখনো বকা দেওয়া রাগারাগি করেনি ,তবে অবস্যই করবে ,,আমাকে অনেক কষ্ট লাগা কথা বলবে আমি জানি ,কিন্তু আমি উত্তর দিতে পারিনা কোনোদিন মায়ের কথার উপরে ,আর সে গালিগালাজ করলেও আমি তাকে কখনোই প্রকাশ করতে পারবোনা যে কেন তার উপরে মন খারাপ আমার ,সেই সাহস আমার নেই ! আজকে মা দোকানে যেতে বললো ,আমি মুখের উপরে না করে দিয়েছি ,বলেছি এখন যেতে পারবোনা ,তখন উনি বলেন যে দুনিয়াতে কেও আপন না ,মুখের উপরে না করে দিলি , কোনো সন্তান আসলে আপন হয়না ,নিজেই শুধু নিজের আপন ,আর কেউ কারো আপন না ,এভাবে বলেন তিনি ,আমি চুপ ছিলাম , আমার ছোটভাইকে বলেন যে আগে তোর বাবাকে ছাড়বো ,তারপর তোর বোনকে। ...আমার ছোটভাই আমাকে লুকিয়ে বলে দিয়েছে কথাটা। আমার আর মায়ের মধ্যে এমনিতেও অনেক ভুল বুঝা বুঝি ,আমি তাকে বুঝি কিন্তু সে আমাকে সব সময় ভুল বুঝে,,ছোটবেলায় মায়ের কাছে ছিলামনা অনেক বছর ,বড়বেলায় একসাথে হবার পর থেকে অনেক অশান্তি ,মনোমালিন্য হয় ,ভুল বুঝেন উনি আমাকে সব সময় ,নিজেই কষ্ট পায় ,অথচ আমি এমন কিছু ভাবিনি ,বা করিনি ,কিন্তু সে ভুল মনে করে আমার প্রতি মনের দিক দিয়ে আরো আগেই দূরত্ব সৃষ্টি হয়েছে ,কিন্তু উনি আমাকে অনেক ভালোবাসেন ,,,কিভাবে আমি তার সাথে মিথ্যে ভালো বেবোহার করবো !? কিভাবে তার প্রতি অনুভূতির সৃষ্টি হবে আবার ? কিভাবে তারপ্রতি ঘৃণা দূর করবো ,সব মেনে নিয়ে চুপ থাকবো কিভাবে ? উনি সবসময় ছেলেটির সাথে কথা বলেন ,বাহিরে সারি পরে গেলে পেট দেখা যায় ,মাথায় কাপড় তো দূরের কথা ,কি করবো আমি !? তারপ্রতি এরূপ ঘৃণার জন্য আল্লাহ কি আমাকে জাহান্নামে দিয়ে দিবেন !? পূর্বেও এই প্রশ্নটি করেছিলাম সঠিক উত্তর বা সমাধান পাইনি তাই আবারো জিজ্ঞেস করলাম ,এরূপ ঘৃণার জন্য কি গুনাহ হবে ?