আপনি বলেছেন, আশআরি আর মাতুরিদি আকিদা নাকি সহিহ। কিন্তু ডক্টর আবু বকর যাকারিয়া(হাফি:) এবং অন্যান্য সালাফিদের মতে,
- তারা আল্লাহর হাত, পা,... ইত্যাদি সম্পর্কিত যে হাদিস বা আয়াত পাওয়া যায়, ওগুলো তাবিল করেছে। এবং এমন একটা সিদ্ধান্তে পৌঁছেছে যা আহলুস সুন্নাত ওয়াল জামাআ'তের আকিদার বিপরীত!
- তারা আল্লাহর কিছু সিফতে বিশ্বাস করে, যা আপনি উল্লেখ করেছেন। আর কিছু সিফতে অবিশ্বাস করে।
- আরও অনেক অমিল আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাআ'তের আকিদার সাথে।
তাহলে তারা সহিহ আকিদার কিভাবে হল? একটু ব্যাখ্যা করলে ভালো হতো।
আর-
হানাফি মাযহাব মতে, কোনো মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করলে বিয়ে হয়ে যায়। কিন্তু সহিহ হাদিস এর বিপরীত কথা বলে।