জবাব
بسم الله الرحمن الرحيم
প্রশ্নপত্র যদি নিশ্চিত আকারে ফাঁস করে দেওয়া হয়,তাহলে সেটি গ্রহন করা যাবেনা।
কারন এটি অন্যায়।
,
আল্লাহ তায়ালা বলেনঃ
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
,
এতে ধোকা দেওয়া হচ্ছে,আর ধোকা দেওয়া জায়েজ নেই।
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
,
★কিন্তু যদি হুবহু প্রশ্ন না বলে দেওয়া হয়,বরং গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেগুলো অনেকটাই বা কিছুটা সম্ভাব্য, সেটি কোনো শিক্ষক সকলকেই কোনো স্বার্থ (বিনিময়) ছাড়াই বলে দিলে,তাহা গ্রহন করা যাবে।
,
তবে যেহেতু পরীক্ষার মূল উদ্দেশ্য, শিক্ষার্থীদের মেধা যাচাই, তাই শিক্ষার্থীদের উন্নতির স্বার্থে এবং মেধাবী শিক্ষার্থীদের বাছাইয়ের স্বার্থে শিক্ষকদের এহেন কাজ করা উচিত নয়।
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে এটি যদি তিনি সকলকেই এইভাবে পড়তে বলেন,এর বিনিময়ে যদি কিছুই না নেন,তাহলে সকলের মতো আপনারও এটি গ্রহন করা জায়েজ আছে।