আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ উস্তায।
একটু দ্রুত আমার প্রশ্নের উত্তর দিলে খুবই উপকৃত হবো।
১/আমার স্বামীর হাঁটুতে অপারেশন।তিনি অপারেশন করতে ভারত যাবেন মায়ের সাথে,, ওখানে গিয়ে হসপিটালে এবং হোটেলে তাদের ৫-৭ দিন থাকতে হবে ইনশাআল্লাহ।
এ বেপারে আমি বিস্তারিত জানতে চাচ্ছি।তাদের একসাথে চলাফেরা+ একসাথে থাকার + হাতের স্পর্শের সীমাবদ্ধতা সম্পর্কে।
২/ বাসায় আমি, আমার ৩ মাস বয়সী বাচ্চা,শশুড় ও দেবর থাকবেন।আমি দেবরের সাথে কঠোরভাবে পর্দা করি,প্রয়োজন ব্যতীত তেমন কথা বলাও হয় না।
আমাদের এক বাসায় এভাবে থাকাতে কোনোও শরীয়তী নিষেধাজ্ঞা আছে কি? কখনও কখনও বাসায় দেবর আর আমার একা থাকতে হতে পারে,,আবার শশুড়ের সাথে একা বাসায় থাকতে হতে পারে।তো আমার প্রশ্ন,,এতে কি কোনোও সমস্যা আছে
আমাকে বিস্তারিত বললে আমি ভালো একটা ধারনা পাবো,যেটা আমার জন্য খুব জরুরি। আল্লাহ আপনাদের দুই জাহানেই সম্মানিত করুন,,দুআ করি।
দয়া করে,একটু তাড়তারি উত্তর দেবেন ইনশাআল্লাহ।
যদি আমার প্রশ্নের উত্তরে কোনোও সমস্যা থেকে থাকে,,তাহলে আমার কি করণীয়,,আমার বাবার বাসা অনেক দূরে