আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
175 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)
আমি স্বপ্নে,

দেখলাম আমি অনেক উঁচুতে অবস্থান করছি আর কিছু দুরত্ব নিচে চারপাশ সবুজ গাছপালা গুলো দেখা যাচ্ছে এবং আমার পাশে একটি পুলসিরাত এর মত একটি লম্বা রশির মতো দেখি; যেখানে আমি দেখি যে, আল্লাহ সুবহানাল্লাহ তায়া'লা উনার প্রিয় বন্ধু নবিজী মোহাম্মদ (সা) কে ধরে ওই রশির মতো জিনিসটি পার করে দিচ্ছিলেন; আর আমাকে কি যেনো বলছিলেন আমার স্পষ্ট মনে নেই; কিন্তু যা বলছিলেন তা অনেক ভালো কিছু ছিলো কারন আমি স্বপ্নের মধ্যেই এত এত খুশি হয়ে যাই আর আমার শরীরের পশম বারবার দাঁড়িয়ে যাচ্ছিলো (কোনো ভূল ত্রূটি হলে আল্লাহ আমাকে মাফ করে দিক) আমি আল্লাহ সুবহানাল্লাহ তায়া'লা কে স্পষ্ট দেখতে পারি নি; খালি দেখেছি অনেক অনেক নূর আর নূরের মধ্যে মনে হচ্ছিলো এরাবিক এ আল্লাহর মতো কিছু লিখা (ভুল হলে আল্লাহ আমাকে মাফ করে দিক) আর আমাদের নবীজির চেহারা ছিলো কিন্তু স্পষ্ট মনে নেই তবে উনি সাদা রঙের পাঞ্জাবি পড়া ছিলেন আর কালো দাড়ি ছিলো। (লিখতে যেয়েও আমার হাত কাঁপছিলো; কোনো ভুল হলে আল্লাহ আমাকে মাফ করে দিক)

ঘুম ভেঙে বিশ্বাস করবেন? আমার এত এত ভালো লাগছিলো; হাত পা কাঁপছিলো; বুক ধরফর করছিলো; মনে হতে থাকে কেনো ঘুম ভেঙে গেলো; অনেক খুশি লাগছিলো আবার ভয়ও লাগছিলো যে কেনো আমিই দেখলাম? স্বপ্নটির ব্যখ্যা কি হতে পারে উস্তাজ?

1 Answer

0 votes
by (590,550 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، وَمَنْ رَآنِي فِي المَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ فِي صُورَتِي، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
রাসূলুল্লাহ সাঃ বলেন,আমার নাম দ্বারা নাম রাখতে পারবে,তবে আমার কুনিয়ত দ্বারা কেউ যেন কুনিয়ত না রাখে,যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখবে,সে সত্যই আমাকে দেখবে,কেননা শয়তান আমার সুরত ধারণ করতে পারে না।যে ব্যক্তি আমার উপর মিথ্যা বলবে,সে যেন তার জায়গা জাহান্নামকে বানিয়ে নেয়।(সহীহ বোখারী-১১০)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' কে স্বপ্নে দেখা বা স্বপ্নে রাসূলুল্লাহ এর কথা শুনা সবই বাস্তব। আপনি আরো আ'মল চালিয়ে যান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম'কে আরো দেখতেও পারবেন। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম'কে স্বপ্নে দেখে নিবে, তার দুনিয়া ও আখেরাত কল্যাণময়ী হবে,ইনশা'আল্লাহ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...