আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি একজন শিক্ষার্থী। একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম ১ বছরের কোর্স এ। সেখানে ভর্তি ফি অনেক ছিল আমার সাধ্যের চেয়েও অনেক বেশি। আমি আগেই জানিয়েছিলাম আমার পক্ষে একসাথে সব টাকা দেয়া সম্ভব না। আমি ১ বছরে ভেঙ্গে ভেঙ্গে দিবো এবং তাতে তারা সম্মতি প্রকাশ করেন। ৩ মাস ক্লাস হবার পর তারা হুট করেই জানান তারা ৬ মাসে কোর্স শেষ করে দিবেন, ৮ মাসের মাথায় পরীক্ষা হবে। পরীক্ষায় বসার আগে সব টাকা পরিশোধ করে তারপর বসতে হবে। আমি অর্ধেক টাকা পরিশোধ করেছি।সব ক্লাস নিয়মিত করা হয়েছে, পরীক্ষার আগে জানতে পারি, যেই সার্টিফিকেট দেয়া হবে সেটা আসলে অন্য কোথাও কাজে লাগানো যাবে না। কিন্তু যেই পরিমাণ টাকা ছিল কোর্সের, সেই টাকা দিয়ে অন্য জায়গায় ভালো মানের একটা সার্টিফিকেট পাওয়া যেত, যা দিয়ে বাস্তবিক জীবনে ব্যবহার করতে পারতাম।
কোর্স এ ভর্তির আগে বলা হয়েছিল ভিডিও, ক্লাস নোট সব ক্লাস শেষে সাথে সাথে দিয়ে দেয়া হবে কিন্তু ক্লাস রেকর্ড অনেক দিন পর দেয়া হয়েছে এবং কিছু নির্দিষ্ট সময় পর সেগুলো কেটে দেয়া হবে।
পরীক্ষার ১০ দিন আগে ক্লাস নোট দেয়া হয়েছে, পরীক্ষার পর সেগুলো কেটে দেয়া হবে। এসব ব্যাপার ভর্তির আগে আমাদের জানানো হয়নি।
আমি পরবর্তী তে পরীক্ষায় অংশগ্রহন করিনি, কারণ আমার হাতে টাকা ছিলোনা। এবং প্রতিষ্ঠান থেকে বলা হয়েছিলো টাকা পরিশোধ না করলে পরীক্ষায় বসা যাবেনা।
এখন বাকি টাকা পরিশোধ না করলে কি আমি গুনাহগার হব? (উল্লেখ্য টাকা পরিশোধ করলেও তারা আমাকে আর পরীক্ষা দেয়ার সুযোগ দিবেন না, কারন তারা বার বার পরীক্ষার আগে জানিয়েছেন পরবর্তীতে এমন সুযোগ দেয়া হবেনা)