আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আমি একজন জেনারেল লাইনের এডমিশন ক্যান্ডিডেট।
আমি কয়েকদিন আগে স্বপ্নে দেখেছি যে, একদিন বিকালে আমি একটি বই এর দোকানে গিয়ে বিভিন্ন ইসলামিক বই দেখছিলাম কেনার জন্য। কিন্তু শেষে "বায়তুল্লাহর মুসাফির" বই টা কিনেছি। সেখানে একজন ছেলেও এসেছিল বই কেনার জন্য কিন্তু নজরের হেফাজত এর জন্য আমি তার দিকে তাকায়নি। হুট করে তার পরের দিন গ্রামে নিয়ে গিয়ে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে একজন অপরিচিত ছেলের সাথে। আমার জানা মতে আমরা কেউ কাউকে দেখিনি কখনো । এজন্য আমি খুব কান্না কাটি করছিলাম যে অন্তত ছেলেটার তো একবার আমাকে দেখা উচিৎ ছিলো । তখন হুট করে পাশ থেকে কে যেন বলে উঠলো ছেলে নাকি আমাকে অনেকদিন আগে থেকেই চিনে, আমার গতিবিধি লক্ষ্য করে। এমনকি কাল বিকালে বই এর দোকানেও নাকি ঐ ছেলেটাই ছিল। আর সে নাকি অনেকদিন ধরে আমাকে পছন্দও করে। একথা শুনে হটাৎই কান্না বন্ধ হয়ে খুশি হয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমি যথাসম্ভব ইসলাম মেনে চলার চেষ্টা করি। আর আমি একরকম বিয়ে বিষয়টাকে ভয় করি, তাই চিন্তা থেকে এটা দেখার সম্ভাবনাও খুবই কম। এটা দেখেছিলাম তাহাজ্জুদ এর সময়, দেখার পর উঠে তাহাজ্জুদ পড়েছিলাম। এইদিন ই আমার মেডিকেল এর রেজাল্ট দিয়েছিল, কিন্তু ফলাফল মনমতো হয়নি , আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তাছাড়া প্রায় এক বছর ধরে মাঝে মাঝেই আমি আমার বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার স্বপ্ন দেখছি কিন্তু এবার ই প্রথম বিয়ে সম্পূর্ণ হওয়ার স্বপ্ন দেখেছি, আর যার সাথে বিয়ে হওয়া দেখেছি সেও দ্বীনদার, মুত্তাকী, পরহেজগার, যদিও তাকে দেখি নি। আশা করি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন এবং একটা সুন্দর ব্যাখ্যা দিবেন, ইন শা আল্লাহ।