১. ভার্সিটির আবাসিক হলে ভার্সিটি কর্তৃপক্ষ সেম সিটে হিন্দু ও মুসলিম উভয়কেই এলোট দেয়।বেশিরভাগ সময় চাইলেও সম্ভ হয় না সিট চেঞ্জ করার।বাধ্য হয়েই একই সিটে হিন্দু বেটমেটের সাথে থাকতে হয়।আর সিট পাওয়াও কষ্টকর।এখানে হলে ওমন কোনো নিয়ম ও নেই যে হিন্দুরা হিন্দুদের সাথে থাকবে মুসলিমরা মুসলিমদের সাথে।এ অবস্থায় করনীয় কী??
২.তালাকের অধিকার প্রাপ্ত কোনো মহিলা যদি স্বামীর সাথে বলে " আমি বাড়ি( বাড়ি বলতে শশুর বাড়ি কিন্তু এখানে শুধু বাড়ি বলেছে) যাবো না" তাহলে কি উক্ত মহিলার উপর কোনো তালাক পতিত? উক্ত মহিলা যদি মাথায় তখন তালাকের চিন্তা নিয়ে উক্ত কথাটা ("আমি বাড়ি যাবোনা") সে বলে।
৩. যদি কোনো স্বামী তার রেগে স্ত্রীকে বলে " তুই যদি ওমুক কাজ করিস তোরে বিদায় দিয়ে দিবো" একথা বলায় বলায় কি উক্ত মজলিস কোনো তালাকের মজলিস হবে?
আর এই মজলিসেই স্বামী যদি তার স্ত্রীকে রেগে গিয়ে বলে "তোমার/তোর যা খুশি তাই কর/করো" এতে কি কোনো তালাক হবে? যদি নিয়ত না থাকে।(উক্ত স্ত্রীও কোনো তালাক চায়নি)