আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। উস্তাজা আমার সেভিংস একান্ট থেকে পাওয়া প্রফিট একটা ব্যাংক একাউন্টে ২০,২৫৫.২৯ জমা হয়েছে মেসেজ পেয়েছি এবং সাথে কিছু টাকা কেটে নেওয়ার মেসেজ ও পাই -৩০৩৮ (debit tax) -৩০০০ (excise duty) নাম দিয়ে কেটে নিয়েছে। (নোট: আমাকে একান্ট এর সেবা দেওয়ার জন্য+ ব্যাংক কার্ড এর সেবা দেওয়ার জন্য ওলরেডি তারা টাকা কেটে নিয়েছে আলাদা ভাবে সেটা নিয়ে আমার সমস্যা নেই। তবে সেগুলো ছারাও যে ডেবিট ট্যাক্স, এক্সিকিউটিভ ডিউটি নামে যে টাকা কেটে নিলো_আমার প্রশ্ন হলো আমি কি ওই প্রফিট এর টাকা থেকে debit tax+ excise duty এর টাকা দিতে পারবো? কারন আমার আরেকটা ব্যাংক থেকেও সেম টাকা কেটে নিয়েছে। দিয়ে বাকিটা সোয়াবের আসা না করে দান করে দিতে পারবো? নাকি পুরা ২০,২৫৫.২৯ টাকার পুরোটাই সোয়াবের আশা না করে দান করে দিতে হবে?