ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার দোকানে উপস্থিত ৩ লাখ ৮০ হাজার টাকার যাকাত দিতে হবে। সাইকেল যেহেতু ভাড়ায় দেন, তাই সাইকেলের উপর কোনো যাকাত আসবে না। তবে যত টাকা ভাড়া বাবৎ লাভ হবে, সেই টাকা দোকানের টাকার সাথে সংযুক্ত করে যাকাত আসবে।
( وليس في العوامل والحوامل والعلوفة صدقة ) خلافا لمالك . له ظواهر النصوص . ولنا قوله عليه الصلاة والسلام { ليس في الحوامل والعوامل ولا في البقر المثيرة صدقة } ، ولأن السبب هو المال النامي-
(فتح القدير،كتاب الزكاة،،باب صدقة السوائم،فصل ليس في الفصلان والحملان والعجاجيل صدقة)