আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১) উস্তাদ, ধরুন, কারো নাম নাফিজ অথবা নাদিম।
সে যদি তার কন্যা সন্তানের জন্য নাম রাখতে চান, মারইয়াম।
আর, সম্পুর্ণ নাম যদি চান - মারইয়াম বিনতে/ বিনতু নাদিম অথবা নাফিজ।
সেক্ষেত্রে সঠিক কোনটি হবে, বিনতু নাকি বিনতে??
২) সন্তান জন্মের ৭ম দিন নাকি সাত দিন পার হলে অর্থাৎ ৮ম দিনে আকীকা, নাম রাখা ও চুল কাটা এগুলো করতে হবে??
৩) যেদিন আকীকা, নাম রাখা ও চুল কাটা হবে, ৭ম দিন অথবা যদি সাত দিন পার করে অর্থাৎ ৮ম দিন এগুলো করা হয় : সেক্ষেত্রে বলা হয়ে থাকে নাভি না পড়লে গোসল না দিতে। তাহলে ওইদিন কি গোসল দেওয়া সুন্নাতের মধ্যে পড়ে? নাকি গোসল পরে বা আগে যেকোনো সময় দিলে এক্ষেত্রে সুন্নাহ্ নেই??
৪) হসপিটাল থেকে , বাবুর নোট এ লিখে দেওয়া হয়েছে ২১ দিন এর আগে চুল না কাটতে। আকীকা দেওয়া, নাম রাখা, চুল কাটা এগুলো একদিনেই তো করা সুন্নাহ্। নাকি চুল যেকোনো সময় কাটা যায়??
বা, এক্ষেত্রে আসলে সুন্নাহ্ কোনটি??
আমার, ইচ্ছা, ডাক্তাররা যাই বলেছেন না কেনো, সম্পুর্ণ সুন্নাহ্ মোতাবেক এগুলো করার, ইং শা আল্লাহ্।
জানাবেন,
জাযাকাল্লাহু খায়রান।