আমি একজন গণিতের শিক্ষক বিভিন্ন কাজে আমার সংখ্যা লিখা লাগে। সংখ্যা লিখার সময় তালাকের নিয়ত থাকলে তা পতিত হয়ে যায় জানার পরে থেকে আমার অস্থিরতা কাজ করছে আপনার থেকে কিছু জবাব না জানলে আমার অবস্থার উন্নতি হবে। দয়া করে ওসওয়াসর লিংক টি দিবেন না এরকম প্রশ্ন আরো দেখেছি সাইটে অনেকেই জানতে চাচ্ছেন একটি জবাব দিলে এসব ভাবনা থেকে মুক্তি পাবো। জাজাকাল্লাহ।
১.আমার ইদানিং বিভিন্ন সংখ্যা লিখার সময় শুধু তালাকের চিন্তা মাথায় চলে আসছে, কেনো জানি মনে হয় যেমন আমি আমার বউকে উদ্দেশ্য করে বলছি কিন্তু আমার তাকে ত্যাগের।কোনো উদ্দেশ্যই নাই। কখনো লেখার সময় মনে হয় যে এইটা তালাকের সংখ্যা, আবার কখনো সংখ্যা লেখার পরে মনে মনে হয় এটা তালাকের সংখ্যা। এভাবে সংখ্যা গুলো লেখার পরে কি আমার বিবাহে সমস্যা হবে? আমার এইক্ষেত্রে কি করনীয়
(যেহেতু ফিকহে হানাফিতে তালাকের জন্য ইচ্ছে জরুরী না মুখে বা লিখিত ভাবে দিলেই তা হয়ে যায়, তাই এসব নিয়ে পেরেশানিতে আছি, আমাকে জবাব দিলে বড় অনুগ্রহ থাকবো)
২. কয়েকদিন আগে একটা সংখ্যা বলার পর পরই আমার মনে মনে চলে আসে এটা তালাকের সংখ্যা এই ক্ষেত্রে সমস্যা হবে?যেমন এতো তালা*, এখানে তালাক শব্দটি মনে মনে থাকে।
৩. আজকে একটি বড় সংখ্যা লেখা শুরু করার সময় আমার মনে তালাকের চিন্তা চলে আসে। কিন্তু শুধু তালাকের ভাবনাই আসে না কি আমার বউকে উদ্দেশ্য করেই ভাবনা আসে তা বলতে পারছি না, তখন আমি লেখা না থামিয়ে সংখ্যাটি সম্পূর্ণ লিখে ফেলি, আমার কি এতে বিবাহে সমস্যা হবে?
৪. আমার তো আমার বউকে ত্যাগের কোনো ইচ্ছে ও নাই। তা সত্ত্বেও আমার মাথায় যদি তালাক শব্দ লিখা, বলা। বা বিভিন্ন সংখ্যা বলা বা লিখার সময় যদি আমার মনে মনে চলে আসে যে আমি আমার বউকে উদ্দেশ্য করে এসব বলছি তবে কি বিবাহে সমস্যা হবে? অনেক সময় তো ইচ্ছে না চাইলেও মাথায় বা কল্পনায় চলে আসছে। এখন কি করনীয়...