আসসালামু আলাইকুম
১) কোন ব্যক্তি ব্যবসা আরম্ভ করলে সে যদি ট্রেডলাইসেন্স সংগ্রহ না করে, তাহলে কি তার ব্যবসায় থেকে অর্জিত সব আয় হারাম হবে বা আয়ের কিছু অংশ কি হারাম হবে?
(উল্লেখ্য ট্রেডলাইসেন্স হলো: যে দেশে ব্যবসা করা হবে সে দেশের সরকার থেকে নিদিষ্ট ফি এবং ডকুমেন্টস দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়।)
২) (১) নং অনুযায়ী যদি তার উপার্জিত অর্থ হালাল হয় তাহলে কি তার গুনাহ হবে, যতদিন ব্যবসা চলবে?
৩) (১) নং অনুযায়ী ব্যক্তি অনলাইনে ব্যবসা করে এবং সে হয়তো ছোট পরিসরে বা পরীক্ষামূলকভাবে ব্যবসা করে দেখতে চাচ্ছে, যে ব্যবসা কেমন চলবে। এক্ষেত্রে সে সোশ্যাল মিডিয়ায় ব্যবসার প্রচারণা চালায় এবং পরবর্তীতে ঐ অবস্থায় সে মারা গেলে এবং ব্যবসার জন্য খোলা সোশ্যাল মিডিয়ার পেজ এবং পোস্ট ডিলিট না করা হলে তার কি গুনাহে জারিয়া হবে? যেহেতু সে ট্রেড লাইসেন্স নেয় নাই।
জাযাকাল্লাহু খাইরান।