আমার স্বামীর ডেলিভারি কোম্পানি আছে।উনি সম্প্রতি একটি কোম্পানির প্রোডাক্ট ডেলিভারি দেয়ার জন্যে চুক্তিবদ্ধ হয়েছেন,যারা গিটার,গিটারের তার ও ইত্যাদি পণ্য নিয়ে কাজ করে।এক্ষেত্রে কি আমার স্বামীর আয়টি হারাম হয়ে যাবে?
যদি হারাম হয়,এক্ষেত্রে আমি ও আমার শিশু সন্তান তার ইনকাম থেকে ঠিক কতোটা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবো?বেঁচে থাকার জন্যে যতোটা না হলেই না,তার বাইরে কি কিছু(খুব বিলাসিতা না,কিন্তু 'জীবন-মরণ' ব্যাপার বা 'অতীব জরুরি' কিছু না,এমন) -র জন্যে ওনার ইনকাম আমরা ব্যবহার করতে পারবো?