আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
119 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আসসালামু আলাইকুম,

১.নামাজের সময় পায়ে প্লাষ্টার থাকায় বালিশের স্তূপ বানিয়ে তার উপর প্লাষ্টার করা পা রেখে সুস্থ পা স্বাভাবিক ভাবে রাখি।আর সিজদাহর সময় মাথা ঝুকাই ও দুই হাত প্লাষ্টার করা পায়ের দুই পাশে রাখি। এক্ষেত্রে ধরুন ১ম রাকাতে রুকুতে মাথা যতটুকু ঝুকালাম ২য় রাকাতে তার চেয়ে কমবেশি মাথা ঝুকালাম,৩য় ও ৪র্থ রাকাতেও এরকম হল। আর সিজদাহর ক্ষেত্রেও এরকম ঘটল। এক্ষেত্রে আমার নামাজ হয়েছে?হ্যা/না হলে এটি সব নামাজের ক্ষেত্রে প্রযোজ্য?

২.কাউকে চিঠিতে বা মেসেঞ্জার, ফেসবুক সহ অনলাইনে যদি সালাম লিখে দেই তাহলে কী মুখে উচ্চারণ করতে হবে নাকি লিখে দিলেই সওয়াব পাব?

৩.আমি সাধারণত যেসব মাসায়েল সম্পর্কে জানি সে নিয়ে অনেক সময় কারণ ছাড়াই সন্দেহ হয়। যেমন অমুক কাজটি গুণাহ যা আমি জানি কিন্তু হঠাৎ কোন কারণ ছাড়াই মনে হল যে এটি গুণাহ নাও হতে পারে এমন সময় আমি সিদ্ধান্ত নেই যে,এটি গুণাহ হওয়ার সম্ভাবনা বেশি এই নিয়ে চিন্তা করব না। শুধুমাত্র পরিস্থিতিতে পরলে ঐব্যাপারে জানার চেষ্টা করব নয়ত কাজটি ত্যাগ করব। আমার এই সিদ্ধান্ত কি ইসলামের দৃষ্টিতে সঠিক?

৪.কোন গুণাহ (কবিরা, সগীরা) কে কেউ মন থেকে সমর্থন করলে কি গুণাহ হবে?

(যদি কথা ও কাজে সমর্থন না দেয়)

৫.আমি যেই বাসায় থাকি আমার ধারনা সেই বাসার ফ্লোরের নাপাকি চুষে নেওয়ার ক্ষমতা আছে। সেক্ষেত্রে ফ্লোরে নাপাকি যদি শুকিয়ে যায় তবে কি তা পাক হবে?

৬.মোবাইলের কাচ একটু পিচ্ছিল মনে হয় তবে এ থেকে কোন তরল বের হয় না সেক্ষেত্রে কোন হাত যাতে তরল নাপাকি লেগে শুকিয়ে গেছে সেই মোবাইলে পড়লে তা নাপাক হয়ে যাবে?

৭.মোবাইলের কাচে ও কভারে নাপাকি লাগলে তা যদি ভিজা টিস্যু দিয়ে ঘসে দিলাম একবার এতে কি মোবাইল পাক হবে ?

৮.যেসব পশুকে হত্যা করা নাজায়েজ তাদের আঘাত করা কি গুণাহ?

1 Answer

0 votes
by (574,470 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
আপনার নামাজ হয়েছে।
তবে রুকুর তুলনায় সেজদার সময় একটু বেশি মাথা ঝুকাবেন।

(০২)
লিখে দিলেই ছওয়াব পাবেন।

(০৩)
এ সিদ্ধান্ত সঠিক।
গুনাহ থেকে বেঁচে থাকলেই হলো।

(০৪)
এক্ষেত্রে গুনাহ হবেনা।
তবে তাহা ঈমানের জন্য ক্ষতিকর। 

(০৫)
আসলেই যদি সেই ফ্লোরের নাপাকি চুষে নেওয়ার ক্ষমতা থাকে,সেক্ষেত্রে সেই ফ্লোরে তরল নাপাকি পড়ে যদি শুকিয়ে যায় তবে তা পাক হয়ে যাবে।

বিস্তারিত জানুনঃ- 

(০৬)
এক্ষেত্রে সে হাত মোবাইলে লাগলে মোবাইল নাপাক হবেনা।

তবে মোবাইলের স্কীনে ভেজা,আদ্রতা ভাব থাকলে সেক্ষেত্রে মোবাইলের স্কীন নাপাক হয়ে যাবে।

(০৭)
আলাদা আলাদা ভিজা টিস্যু দিয়ে তিনবার ঘসে দিতে হবে।

(০৮)
হাদীস শরীফে এসেছেঃ 

عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ ، فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ ، وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ ، وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ وَلْيُرِحْ ذَبِيحَتَهُ " . رَوَاهُ مُسْلِمٌ

শাদ্দাদ ইবনু আওস (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিশ্চয় আল্লাহ তা‘আলা প্রত্যেক জিনিসের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শনের নির্দেশ দিয়েছেন। সুতরাং যখন তোমরা কোন ব্যক্তিকে (ক্বিসাস ইত্যাদিতে) হত্যা করবে, তখন তাকে উত্তম পদ্ধতিতে হত্যা করবে। আর যখন কোন প্রাণীকে যাবাহ করবে, তখন তাকে উত্তমরূপেই যাবাহ করবে। তোমরা অবশ্যই ছুরি ধার দিয়ে নেবে এবং যাবাহকৃত পশুকে শান্তি দেবে।

সহীহ : সহীহ মুসলিম ৫১৬৭, সহীহ ইবনু হিব্বান ৫৮৮৪, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৮৬৫৮, শু‘আবুল ঈমান ১১০৭১, আবূ দাঊদ ২৮১৫, ইবনু মাজাহ ৩১৭০, দারিমী ১৯৭০, নাসায়ী ৪৪১২, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৬৯৭৭, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৬৫০২, আল মু‘জামুল কাবীর ৭১১৪, মুসনাদে আহমাদ ১৭১১৬, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১০৮৯, সিলসিলাতুস্ সহীহাহ্ ৫৫৯, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ৮৬০৪, মুসান্নাফ আবী শায়বাহ্ ২৭৯৩১।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
বিনা কারনে তাদেরকে আঘাত করা জায়েজ নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...