আস সালামু আলাইকুম,
একজন ৯০০০০ টাকা দিয়ে একটি জমি কিনেছিল। তখন তার উপার্জিত টাকা টা হালাল উপায়ে উপার্জিত হয় নাই।
পরবর্তীতে ওই জমির উপর বাড়ি করে। বাড়ি করার টাকা হালাল উপায়ে উপার্জিত হয়েছিল। বাড়ি করতে খরচ হয়েছিল চল্লিশ লাখের মত।
এক্ষেত্রে দুটি প্রশ্ন
১. এখন ওই জমির মূল্য যদি নেকীর নিয়ত ছাড়া সদাকা করতে চায়, তাহলে কি মূল ক্রয়মূল্য অর্থাৎ ৯০০০০ টাকা দিতে হবে? নাকি বর্তমান বাজার মুল্য অনুযায়ী বাড়ি সহ মোট মূল্য থেকে জমির মুল্যের পারসেন্টিজ আলাদা করে বর্তমান বাজার মূল্য টাই দিতে হবে?
২. ধরে নেই মোট মূল্যে ২% হল জমির মূল্য। এখন ওই বাড়ি থেকে প্রাপ্ত ভাড়া থেকে ২% করে যদি নেকীর নিয়ত ছাড়া প্রতিমাসে সদাকা করা হয় তাহলে কি সেটা ঠিক হবে?
জাঝাকাল্লাহু খাইরান।