আসসালামু আলাইকুম
১.আমাদের হোস্টেল থেকে বের হতে হলে আগের রাতে এক টুকরো কাগজে নাম,বের হওয়ার কারণ,সময় এইসব উল্লেখ করে দিতে হয় এবং ওই কাগজে মেট্রন আপু সাইন করে।আর,বের হওয়ার সময় দারওয়ানকে ওই কাগজটা দেখালে সে বের হতে দেয়।এটাই নিয়ম।আমি তো আজ বাড়িতে তাই ছুটির কাগজ নেওয়া হয় নি।আমি কালকে হোস্টেলে যাবো এক মাস মাদ্রাসায় থাকার প্রয়োজনীয় জিনিসপত্র আনতে।যেহেতু আমার কাছে ছুটির কাগজ নেই তাই যদি আমি দারওয়ানের অগোচরে বের হই তাহলে কি তা জায়েজ হবে?আর,যদি নাজায়েজ হয় তাহলে দারওয়ানকে বুঝিয়ে ম্যানেজ করে বের হওয়া জায়েজ হবে?
২.যদি নামাযের তিলওয়াতে এমন ভুল হয় যার দরুন অর্থ বদলে যায় কিন্তু বাজেভাবে বিকৃত না হয় তাহলে তো নামাযের কোনো সমস্যা হবে না তাই না?
উপরের প্রশ্নের উত্তরটা ১০/১১ টার মধ্যে ই আমার লাগবে শাইখ।মাদ্রাসায় ফোন ইউস করতে দিবে না।তাই ওই সময়ের মধ্যে না জানলে আমার আর জানা হবে না উত্তর।যার ফলে মানসিক অশান্তিতে ভুগতে হবে অনেক।