সংংক্ষেপে বলি:
আমাকে একটি কোম্পানিতে ৩ মাসের জন্য ইন্টার্ণ হিসেবে নিয়োগ দেয়া হয়। কিন্তু অনেক প্রেশার দেয়া হত। যেকারণে প্রায়ই ভুল হত। তাছাড়া একেক সময় একেক ইন্সট্রাকশন দেয়া হত। এরপরেও নানাভাবে তারা আমাকে হেনস্তা করত। কটু কথা বলত। আমি চুপ করে শুনতাম আর সহ্য করে যেতাম। মাঝে মাঝে আমার সমস্যা গুলো বলার চেস্টা করতাম। কিন্তু একটা পর্যায় মানসিক অত্যাচার এত চরমে পৌছাল যে আমি উলটা পালটা বলে ফেলতাম। আমি এটাই বোঝাতে চাইতাম যে, আমার সাথে অন্যায় হয়েছে আর আমি তার প্রতিবাদ করছি। তারা সর্বদা আমাকে দোষারোপ করত। আমাকে পারমানেন্ট করার আশা দেখানো হলেও এক পর্যায়ে আমার সাথে কমিউনিকেশন ছাড়াই ২ মাস ইন্টার্ণ হিসেবে নিয়োগ দেয়া হয়। আর একটা পর্যায়ে আমার স্যালারি আটকে দেয়া হয়। আমি ৩-৪ বার বিনয়ের সাথে কমিউনিকেশন করতাম। তারা গুরুত্ব না দেয়ায় বাধ্য হয়ে মাথা গরম করে অনেক কথা শুনিয়ে শুনিয়ে বলি। এই যেমন: আপনাদের যদি সামর্থ্য নাই থাকে স্যালারি দেয়ার তবে আমাকে জানাতেন, আমি মাগনা কাজ করে দিতাম। আপনারা স্যালারি দিতে পারেন না ঠিকমত অথচ কাজে ভুল ধরেন। এই কোম্পানি ফকিন্নি জানলে কাজ ই করতে আসতাম না।
বিষয় টা হচ্ছে, স্যালারি শিটে আমার নাম দেয়া ছিল না। তারা বলছে এটা ভুল করে হয়েছে। আমাকে ২০ দিন পর স্যালারি দেয়া হবে। এটা আমাকে তখন ই জানানো হয়েছে যখন আমি মাথা গরম করে অনেক কথা বলি তারপর। বিনয়ের সাথে বলার সময় গুরুত্ব দেয়া হয়নি। অথচ আমার টিমের সবার স্যালারিই দেয়া হয়েছে।
তাদের যুক্তি হল, আমার ব্যাবহার খারাপ, তাই আমাকে তারা রাখবেনা। আমার নামে অনেক কুৎসা রটানো হয়েছে। দেখা গেছে আমি মনে কস্ট নিয়ে একজনকে একটা কথা বলেছি সে সেটা ভিন্ন ভাবে উপস্থাপন করেছে। এই যেমন আমি বললাম, আমাকে অমুক ভাই কাজ করতে দেয়নি বলে আজ আমাকে কথা শুনতে হল। তো যাই হোক, অভিমানে কস্টে অনেক কথাই বলে ফেলতাম।
আমাকে দিয়ে অনেক পরিশ্রম করানো হত। ৪ জনের কাজ আমাকে দিয়ে করানো হত। চাপ নিতে না পারায় আমাকে কস্ট দেয়া হত। তাদের ভাষায় এটা হল শাসন। আর আমার কথা হচ্ছে, আমার ভুলের জন্য এই শাসন হলে আমি মেনে নিতাম। কিন্তু, আমাকে ভুল ইন্সট্রাকশন দেয়া হল, আমাকে অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেয়া হল, তার কারণে আমি ভুল করলাম। সেইজন্য আমি কেন কথা শুনব?
উল্লেখ্য, আমি জিন দ্বারা আক্রান্ত ও ওসিডিতে আক্রান্ত আর আমি মাঝে মাঝে রিএক্ট করে ফেলি এই ইস্যু টা জানিয়েই রেখেছিলাম। তাও তারা আমার সাথে খারাপ ব্যাবহার করত।
আমি এক দুই বার চুপ থাকলেও পরে একবারে রিএক্ট করতাম হয়ত সেটা জিনগত কারণে বা মনের কস্ট থেকে।
এখন আমাকে চাকরি থেকে ছাটাই করা হল। স্যালারি সময়মত না দেয়ায় প্রতিবাদ করায় আমার এ হাল।
১। এওবস্থায় আমি কি মাজলুম বলে বিবেচিত হব?
২। আমি কি এমন দুয়া করতে পারব যস, আল্লাহ, আমার সাথে যদি ন্যায়বিচার হয়ে থকে তবে ক্ষমা করে দাও আর অন্যায় হয়ে থকলে আমার হয়ে তুমি ফয়সালা করে দাও বা তাদের ধ্বংস করে দাও।
উল্লেখ্য, তারা একটা প্রজেক্ট রান করাতে গিয়ে অনেক কে নিয়োগ দিয়েছে আর ৪ মাসের মাথায় অর্ধেক কে ছাটাই করে দিয়েছে এক মাসের মধ্যে। অনেক মানুষ বিপদের মধ্যে পড়ে গেছে। মূল কারণ, লিডারশিপে সমস্যা। ইন্সট্রাকশনে সমস্যা। আর পূর্ব অভিজ্ঞতা না থাকা।