আমার বড় বোন(পর্দা করেনা) বিজনেস করে।শরীয়তসম্মত জরুরত নেই তাও বিজনেস করে।পেইজে প্রায় কাস্টমার বেদ্বীন আমার বুঝামতে।আমার এক দ্বীনি বোন আপুর পেইজ থেকে একটা জিনিস কিনেছিলো।অনেকে বিজনেস করে,নিজের জিনিস যখন কাস্টোমারের কাছে সেল করে এরপর কাস্টোমারের কাছে ছবি চায় নিজের পেইজে দেওয়ার জন্য। আমার বড় আপু ও ওই দ্বীনি বোনকে দেওয়া জিনিসের ছবি চায় আমার কাছে।যাতে আমি উনার কাছে সেই জিনিসটার ছবি খুঁজি।এরপর সেটা পেলে ও পেইজে দিবে।এখন এইক্ষেত্রে আমি যদি সেই জিনিসটার ছবি নিয়ে আমার বড় আপুকে দেই।এরপর আপু সেটা পেইজে আপলোড করে তবে কি আমার গুনাহ হবে?(ছবি বলতে কোনো বেপর্দা ছবি না,একটা চিঠির বাক্সের ছবি)