আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ উস্তায। আমি খুব মানুষিক অশান্তিতে আছি।একটু তাড়াতাড়ি উত্তর দিতেন যদি,,
আমি একজনের সাথে কথা বলছিলাম।তো তখন প্রসঙ্গ এমন ছিলো যে,,আল্লাহর কাছে এতো চাইলাম,,আল্লাহ আমাকে দিলেন না,,কস্ট পাচ্ছিলাম।আক্ষেপের সুরে বলে ফেলসি,,""আমার ভাগ্য টাই কেমন যেন,আমার কপাল টাই কেমন যেন""
আমি আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট।কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় যে, আল্লাহ আমার দুআ কবুল করেন নি।আমার রিযিকে মানুষিক কস্টের ফায়সালা।এজন্য আমি তখন তাকদীর কে দোষারোপ করে বলে ফেলসি।আমি এখন বুঝতে পারছি, আমার কথা বলায় সমস্যা হচ্ছে।
এ কথা বলায় কি আমার ইমান ভঙ্গ হয়েছে? আমি বিবাহিত। আমার বিবাহ নবায়ন করতে হবে????
আল্লাহর ওয়াস্তে আমাকে ফতোয়া দিয়ে সাহায্য করেন।আল্লাহ আপনাদের দুনিয়া ও আখিরাতে ভালো রাখবেন,দুআ করি।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ