আমার আপন মামা এবং খালাতো ভাইদের কয়েকজন সৌদি আরব আছেন।আমার আম্মুর হজ করার ইচ্ছে দীর্ঘদিনের ।কিন্তু সামর্থ্য হয়নি।মামা মামিকে কিছিদিনের জন্য সৌদিতে নিবেন।আবার আমার খালাও উমরাহ করতে যাবেন সিদ্ধান্ত নিয়েছেন,কারন তার ছেলে সৌদি আছে।এক্ষেত্রে আমার মা যদি খালাদের সাথে বা পরে আমার মামির সাথে উমরাহ করতে যান,সেখানে আমার মামা বা খালাতো ভাই যারা আমার মায়ের মাহরাম এবং তারা সেখানে রিসিভ করেন,তার উমরাহ কি আদায় হবে??