আসসালামুয়ালাইকুম হুজুর।আমার একটি প্রশ্ন অনেকদিন থেকেই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু বুঝতেছি না। অনেক মানসিক অশান্তি লাগতেছে, ছটপট লাগতেছে প্রশ্নটির উত্তর জানার জন্য।
হুজুর আমার প্রশ্ন হলো...নন মাহরাম/ গার্লফ্রেন্ডের দেওয়া খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলা যাবে কি? রিযিকের মালিক তো মহান আল্লাহ তায়ালা।কিন্তু নন মাহরাম,গার্লফ্রেন্ড হারাম জানি সেজন্য তাদের দেওয়া খাবার খেয়ে কি আলহামদুলিল্লাহ বলতে পারব? হতে পারে চকলেট, বা রান্না করা খাবার।