السلام عليكم و رحمة الله و بركاته
বাবু হওয়ার আগে পিরিয়ড প্রতি মাসে হতো। ৭ দিন পর্যন্ত লাল আভা থাকতো। এরপর ভালো হয়ে যেতো।
১ম বাবু হওয়ার পর নেফাছ চলা অবস্থায় নির্দিষ্ট ডেটে দাক্তারের দেয়া সাজেশন অনুযায়ী পিল খেতে হয়, এজন্য সব সময় একটু করে ব্লিডিং হতোই।বাবু হওয়া থেকে শুরু করে ৪ মাসের মতো এমন চলে। এর পর পিল খাওয়া বন্ধ করে দিলে পিরিয়ড নরমাল হয়ে যায়। প্রতি মাসে যেমন হতো বাবু হওয়ার আগে। ৭ দিন থাকতো, বাকি সময় ব্লিডিং হতো না।
২য় বাবু হওয়ার পর ও সেম। পিল খাওয়ার কারনে সব সময় একটু করে ব্লিডিং হয়।(৪০ দিন পার হয়ে গেছে)
এটা নরমাল, এটা একটা সাইড ইফেক্ট। যে কোনো পদ্ধতি নিলেই সাইড ইফেক্ট হয়।
প্রশ্ন হলো আমি একটানা কতো দিন নামাজ পড়বো? আমি তো আলাদা করে বুঝতে পারি না কোনটা পিরিয়ড কোনটা পিরিয়ড না। কারন প্রতি দিন একটু হলেও ব্লাড বের হয়।