আসসালামু আলাইকুম
মুহতারাম
আমার এক বন্ধু ছাত্র অবস্থায় কাজী অফিসে গিয়ে ২ লক্ষ টাকা দেনমোহর বাকিতে ধার্য করে নিকাহ ও সুন্নতের মাধ্যমে বিবাহ সম্পূর্ণ করে, এরপর দুইজন যার বাসায় সে থাকে।
1। এখন ছেলে যদি মেয়ের পরিবারে আগের বিয়ের কথা না জানিয়ে প্রস্তাব পাঠায়, প্রস্তাব গ্রহন করে বিবাহ হয় তখন ছেলের আগের মোহর দিতে হবে কিনা?
২। আর মেয়ের পরিবার যদি প্রস্তাব গ্রহণ না করে মেয়েকে অন্যদিকে বিয়ে দেয় তখন বিয়ে হবে কিনা? যদি বিয়ে হয় তখন আগের স্বামির করণিয় কি??
(বি: দ্র: যদি মেয়ের পরিবার প্রস্তাবে রাজি হয়, তখন আগের বিয়ের কথা মেয়ের পরিবারকে জানাতে ইচ্ছুক নয়, আর যদি রাজি না হয় তখন বলতে ইচ্ছুক)