আমি এইবার H.S.C. পাশ করি। কিন্তু আমার পরীক্ষার ফলাফল ভাল হয় নি। আমি এখনোও হাল ছাড়িনি। আমি ধনী পরিবারের সন্তান না। তাই ঢাকায় থেকে ভাল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা আমার পক্ষে সম্ভব নয়। আমার মা-বাবার ইচ্ছা আমি যেন ভাল কোথাও পড়ি। আমার মায়ের আমাকে নিয়ে ভরসা কম, মনে করে আমার যোগ্যতা নেই পাবলিকে পড়ার বা আমি চান্স পাব না। কিন্তু আমি চেষ্টা করি। আমি চাই আমার পরিবারের পাশে দাঁড়াতে। অনেকেই আম্মুকে অপমান করে নানাভাবে। তাই একটা ভাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলে এই সমস্যার সমাধান হতো। আমার বিশ্বাস আল্লাহ্ আমাকে সাহায্য করলে আমি পারবো। এখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সব একসঙ্গে নিয়ে নিবে তাই ভয়ও হচ্ছে সবগুলো কিভাবে শেষ করবো? হতাশ লাগাচ্ছে। এমন কি কোনো দোয়া বা আমল আছে যাতে করে একটা সঠিক পথের দিশা পাব কিভাবে কোনটা পড়বো বা পড়া গুছিয়ে নিতে সাহায্য করবে? আমি এও চাই যে ভাল বিশ্ববিদ্যালয়ে পড়ে সৎ পথে আয় করে পরিবারকে দিব ও গরিব মানুষের যতটা পারি সাহায্য করবো। (আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের IBA তে পড়ার অনেক ইচ্ছা রয়েছে) H.S.C পরীক্ষার সময়ও আমি নামাজ এবং তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম পরীক্ষায় ভালো নম্বর পেতে কিন্তু তা হয়নি। তারপরও আমি আশা ছাড়িনি। আমার বিশ্বাস আল্লাহ্ আমাকে শেষে সাহায্য করবে। হয়তো এইবার আমাকে সাহায্য করবে। আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। হয়তো উনি এটা চেয়েছেন সবার কাছে উদাহরণ হিসেবে দেখাতে যে আমি কম gpa নিয়ে ভাল জায়গায় পড়ছি! admission পরীক্ষায় অনেক অনেক শিক্ষার্থী থাকে। তাই এমন কি কোনো দোয়া বা আমল আছে যাতে করে চেষ্টার পাশাপাশি সেই দোয়া বা আমল দ্বারা আমার মনের নেক আশা পূরণ হবে? যার মাধ্যমে আল্লাহ্ আমাকে সাহায্য করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের IBA তে চান্স পেতে? আমি চাই আমার দোয়া আল্লার কাছে পৌঁছাতে কারন আল্লার সাহায্য ছাড়া আমি অসহায়। আমি আমার মনের শক্তি হারিয়ে ফেলি সবকিছু এলোমেলো আর অগোছাল লাগে কোনো কিছুর দিশা পাই না। ওনার সাহায্যই আমার একমাত্র ভরসা।