আসসালামু আলাইকুম
আমার বয়স এখন ২৬ আমার ফ্যামিলি আমার বিয়ে না চিন্তিত নাহ তো তাই আমার প্রস্তাব আসেও না তেমন কারন চেষ্টা করার কেউ নেই।
আমি নিজেই নিজের বিয়ের ব্যাপারে চেষ্টা করছি। একটা ম্যাট্রিমোনিয়াল গ্রুপে এক পাত্র আমাকে প্রস্তাব দেয় আমার বায়ো দেখে তো তিনি জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল কোম্পানি তে জব করেন। তো আমি তাকে জিগ্যেস করি আপনার ইনকাম হালাল কিনা? তো তিনি ইনসিউর করেন যে তার ইনকাম হালাল কারন তার কাজ তো হলো কোম্পানির সামাজিক দায়িত্ব এক্সকিউটিভ করা , শিশু শ্রম নিয়ে এওয়ারনেস করা, আবার কৃষক দের সাহায্য আর মহিলা দের সেলাই মেশিন দেয়ার মাধ্যমে হেল্প করা।এমন উদাহরণ দিলাম যেন কাজ টা বুঝা যায়। তো এই কাজের ভিত্তিতে যেহেতু তার কাজ টোব্যাকো প্রোডাকশন মধ্যে না তিনি বলছে তার ইনকাম হালাল।
আমি এইটুকু সিউর হইতে চাচ্ছিলাম তার ইনকাম কি আসলেই হালাল হবে নাকি হারাম। যেহেতু কোম্পানি টা মুলত তামাক রিলেটেড।
আমার এই প্রস্তাবে আগানো উচিত হবে কিনা।