বিসমিহি তা'আলা
জবাবঃ-
বাজারে প্রচলিত এ্যালকোহল যদি আঙ্গুর বা খেজুর থেকে তৈরী হয়ে থাকে তাহলে সেটা পান করা হারাম এবং এটা অপবিত্র যা গায়ে বা কাপড়ে লাগলে নামায হবে না।কিন্তু যদি এ্যালকোহল অন্যকোন দ্রব্যাদি থেকে তৈরী করা হয়ে থাকে, তাহলে সেটাকে শায়খাইন তথা ইমাম আবু-হানিফা রাহ ও ইমাম মুহাম্মদ রাহ এর মতে নেশা আসার পূর্ব পর্যন্ত পান করা হালাল। এবং সেটা পবিত্র যার দরুণ তা গায়ে বা কাপড়ে লাগার পরও নামায হবে।কিন্তু এক্ষেত্রে ইমাম মুহাম্মাদ আবার নাজায়েয বলে থাকেন।যদিও ইমাম মুহাম্মাদ রাহ এর বক্তব্য সতর্কতামূলক ছিলো।কিন্তু সার্বিক বিবেচনায় শায়খাইন রাহ এর মতামতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।(আহসানুল ফাতাওয়া-২/৯৫)
সুতরাং ল্যাবে থাকা এ্যালকোহল যদি কাপড় বা শরীরে লাগে তাহলে তা দ্বারা নামায হবে। এতে কোনো সন্দেহ নাই।
এ্যালকোহল সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- 165
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ