১. মাহরামদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা যত বড় পাপ তার চেয়ে বড় পাপ তো সুদ গ্রহণ করা। সুদ গ্রহণ করা মায়ের সাথে জিনা করার চেয়ে বড় অপরাধ। এখন যারা সুদ নিচ্ছে তারা তো প্রতিনিয়তই তাদের মায়ের সাথে জিনা করছে। তাদের জন্য কি হুরমত সাব্যস্ত হচ্ছে না? আর জিনার চেয়েও বড় অপরাধ আছে যেমন শিরক, গুম, খুন, ধর্ষন ইত্যাদি। সেই তুলনায় হুরমতে মুসাহারাত তো ছোট পাপ, কেউ এমন কাজ করে ফেললেও তো তার জন্য ক্ষমার দরজা খোলা থাকে।
২. বিধবা মায়ের সাথে অবিবাহিত ছেলের পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্ক গড়ে উঠলে এক্ষেত্রে তো মা-বাবার সম্পর্ক হারাম হওয়ার প্রশ্ন আসে না যেহেতু বাবা মৃত ফলে হুরমতে মুসাহারাত এখানে কার্যকর হয় না। একইভাবে বাবা ও মেয়ের মধ্যে অর্থাৎ ইসলামে যাদের সাথে বিবাহ হারাম বা মাহরামদের সাথে কোনো প্রকার শারীরিক সম্পর্ক স্থাপিত হলে সেক্ষেত্রে কি শুধু জিনার সমতুল্য পাপ হবে নাকি শিরকের মতো ক্ষমার অযোগ্য পাপ হবে?
এটা যদি ক্ষমাযোগ্য পাপ হয় সেক্ষেত্রে তো মানুষ এই ধরনের সম্পর্কে জড়াতে আগ্রহী হবে যেমন এখনকার তরুণরা বিবাহের পূর্বে হারাম সম্পর্ক গড়ে তোলে আবার অনেক বিবাহিতরাও পরকীয়ার মতো হারাম সম্পর্কে জড়ায় যেহেতু তারা জানে এটা শিরকের মতো পাপ না অর্থাৎ তাদের ক্ষমা পাওয়ার একটা সুযোগ আছে।
৩. সরাসরি শারীরিক স্পর্শ ছাড়া কল্পনার দ্বারা হুরমত সাব্যস্ত হুয় না। তাহলে কি বলা যায় কোনো ছেলে যদি তার মায়ের শরীর চিন্তা করে হস্তমৈথূন করে সেক্ষেত্রে সে শুধুই হস্তমৈথূন করার পাপ করছে? একইভাবে বাবা, মেয়ে, ভাই, বোন অর্থাৎ মাহরামদের নিয়ে চিন্তা করে হস্তমৈথুন করলে কি এটা ততটুকুই পাপ হবে যতটুকু অন্য কোনো নারী কিংবা পুরুষকে চিন্তা করে হস্তমৈথুন করা হয়?
এখানে এই ধরনের একটা ঘটনার উল্লেখ আছে:
https://ifatwa.info/28677/
৪. শ্বশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষিত হলে, পিতা কর্তৃক কন্যা যৌণ নির্যাতনের স্বীকার হলে, ঘুমন্ত মায়ের শরীরে ছেলে খারাপ স্পর্শ করলে এগুলোর দায় তো একমাত্র অপরাধীর উপর বর্তায়। অপরাধীর শাস্তি ভুক্তভুগী কেনো পাবে? বিচার কি তাহলে অপরাধীর পক্ষে যাচ্ছে না?
৫. হুরমত বিষয়ক হাদীসগুলোতে বলা হচ্ছে মায়ের সাথে ছেলে যৌন সম্পর্ক করলে মা তার স্বামীর জন্য হারাম, বাবা তার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করলে মেয়ে তার স্বামীর জন্য হারাম, শ্বশুর তার পুত্রবধূর সাথে সম্পর্ক করলে ছেলের জন্য সে বউ হারাম। এটা দ্বারা মূলত কী বোঝানো হচ্ছে?
যে পুরুষ মাহরাম নারীর সাথে অবৈধ সম্পর্ক করবে সে নারী একটা বৈধ সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে ওই পুরুষের হয়ে যাবে? মানে ছেলের সাথে মায়ের সম্পর্ক হলে সেই মা তখন থেকে বাবার পরিবর্তে ছেলের হয়ে যাবে? বাবার সাথে মেয়ের সম্পর্ক হলে সেই মেয়ে বাবার হয়ে যাবে?