আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ
https://ifatwa.info/90231/
উক্ত ফাতওয়া বুঝে না আসায় শাইখের নিকট ক্লিয়ার হয়ে নিচ্ছি,আফওয়ান।
উত্তরে দলিল পেশ করা হয়েছিল,তাতে লিখা "তালাকে বায়েনের পর আর বায়েন তালাক হবে না।"
১)যদি কেনায়া বাক্য দ্বারা ১তলাকে বায়েন হয়ে গিয়ে থাকে,তাহলে পুনরায় বিবাহ পড়িয়ে নেয়ার পূর্ব পর্যন্ত যত আরও কেনায়া তালাক দেয়া হোক,নিয়ত থাকুক,তা পতিত হবে কি?
২)কেনায়া বাক্য দ্বারা ১ তলাকে বায়েন হয়ে থাকলে, পুনরায় বিবাহ পড়িয়ে নেয়ার আগ পর্যন্ত শর্তযুক্ত তলাক শর্ত পুরা করে ফেললে তলাক পড়বে, নাকি পড়বে না?
৩)নতুন করে বিবাহ দোহরানোর আগ পর্যন্ত উপরের এই দুই নিয়ম বজায় থাকবে নাকি ইদ্দতের কোনো বিষয় আছে এর মধ্যে?