আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহ
উস্তায আমার মায়েরা ১০ ভাই-বোন।ওনাদের ভাই-বোনদের মধ্য থেকে একটা মানুষেরও দ্বীনের বুঝ নেই এবং কেউ কেউ মাজারের লাইনের এবং সরাসরি শিরকে লিপ্ত।
কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার মা ৩-৪ বছর ধরে হিদায়াতপ্রাপ্ত হয়েছেন।তিনি আমার নানা-নানির জন্য সবসময় কান্নাকাটি, দু'আ করেন,কুরআন পড়েন,সাদাকাহ করেন।
আমার মা জানতে চাইছেন এইযে নানা-নানির ৯ টা সন্তানই দুনিয়ায় এরকম উল্টোপাল্টা চলতেছেন এবং নানা-নানির জন্য সেভাবে কেউ দু'আও করেন না এতে কি আমার নানা-নানির কবরে আযাব হবে? আর এদিকে আমার মা যে ওনাদের নেককার সন্তান হওয়ার চেষ্টায় রত এবং সবসময় ওনাদের জন্য সাদাকাহ,দু'আ পাঠান এতে কি নানা-নানি উপকৃত হবেন না?
নাকি বাকি ৯ সন্তান এর জন্য ওনারা কবরে শাস্তি পাবেন ই?আমার নানা-নানি উভয়ে পরহেজগার ছিলেন।