আমার চাচা বর্তমানে তিনি কোন নির্দিষ্ট কাজের সঙ্গে জড়িত নন। আমাদের ধারণা এমতাবস্থায় তিনি সংসার খরচ বহন করতে পারছেন কিনা সন্দেহ হয়। তার নিজস্ব বাড়ি নেই। দুই সন্তান সহ (বড় ছেলে ক্লাস ৭ এ পড়ে, ছোট মেয়ের বয়স ৪ বছর) তারা এক রুমে তার ভাইয়ের (বিনা ভাড়ায়) বাড়িতে থাকেন। তার আবাদি জমির পরিমাণ যৎসামান্য। যেখান থেকে তেমন কোনো ফসল আসে না। চাচার বড় ভাইয়ের কাছ থেকে হালাল কাজের সন্ধান এবং সাহায্য পেয়েও আত্মসম্মান ও ছোট কাজ ভেবে লেগে থাকেন না। তারা আচরণে উচ্চাভিলাসী। এমন আচরণের দরুন তাদের এই মানবেতর অবস্থা।
আমাদের জমিতে নিসাব পরিমাণ ফসল হয়েছে। আমাদের বৃষ্টির পানিতে এবং খালের পানিতে ফসল হয়েছে। আমরা এখন ওশর আদায় করতে চাই। আমাদের উল্লেখিত চাচাকে ওশর দিতে পারব কী না বিস্তারিত জানাবেন ইনশাআল্লাহ।