আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
88 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
মহল্লার মসজিদের ইমাম বাইরের লোক তাকে চুক্তিভিত্তিক মাসিক মাসোহারার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা জানি ইমাম মানে নেতা বা আমির। আবার মসজিদের সেক্রেটারি বলে সে সমাজের নেতা বা আমির। এখন আমার প্রশ্ন হল শরীয়ত সম্মত নির্দেশের ক্ষেত্রে কার মতটি অবশ্যই পালন করতে হবে মহল্লা বাসিকে।

কোন একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইমাম সাহেব সর্বোচ্চ ফায়সালা দিবেন না সেক্রেটারি সর্বোচ্চ ফায়সালা দিবেন।

1 Answer

0 votes
by (560,700 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم 


হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ رَجُلٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم " الإِمَامُ ضَامِنٌ وَالْمُؤَذِّنُ مُؤْتَمَنٌ اللهُمَّ أَرْشِدِ الأَئِمَّةَ وَاغْفِرْ لِلْمُؤَذِّنِينَ "

আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইমাম হচ্ছেন যিম্মাদার এবং মুয়াজ্জিন (ওয়াক্তের) আমানাতদার। ‘হে আল্লাহ! ইমামদের সঠিক পথ প্রদর্শন করুন এবং মুয়াজ্জিনদের ক্ষমা করে দিন।’
তিরমিযী (অধ্যায়ঃ সালাত, অনুঃ ইমাম যিম্মাদার এবং মুয়াজ্জিন আমানতদার, হাঃ ২০৭), আহমাদ (২/২৩২/২৮৪), ইবনু খুযাইমাহ (১৫২৮), ইবনু হিববান (৩৬৩), বায়হাক্বী (১/৪৩০), ত্বাবারানী ‘সাগীর’ (১/২১৪)।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

ألا كُلُّكُمْ راعٍ ، وكُلُّكُمْ مَسؤولٌ عن رَعِيَّتِهِ’

 তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেককে সে দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে।’ ( বুখারি ৭১৩৮)
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
إِمَام ج أَئِمَّة
[ইমাম] শব্দের অর্থঃ-
নেতা
প্রধান
(নামাযের) ইমাম
অগ্রণী
পথ
গ্রন্থ
পুস্তক
দিক-নির্দেশক বস্তু
আদর্শ
নমুনা।

إِمَامَة
[ইমামাহ]
নেতৃত্ব
অগ্রণী ভূমিকা
(নামাযের) ইমামত
ইমামতি

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
যে দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত থাকে, সেখানে দেশের নেতারাই মসজিদের ইমাম হয়।
সুতরাং সেখানে সেই ইমাম সাহেবগন সর্বোচ্চ ফায়সালা দিবেন। 

তবে বর্তমান সমাজে ইমাম সাহেবগন সর্বোচ্চ ফায়সালা দিতে পারবেননা,কেননা তারা সমাজের নেতা নন।

তদুপরি কোনো এলাকার ইমাম সাহেব যদি মসজিদের ইমাম হওয়ার পাশাপাশি সমাজের সর্বোচ্চ পর্যায়ের নেতা হয়,সেক্ষেত্রে তিনি সর্বোচ্চ ফায়সালা দিতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...