মহল্লার মসজিদের ইমাম বাইরের লোক তাকে চুক্তিভিত্তিক মাসিক মাসোহারার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা জানি ইমাম মানে নেতা বা আমির। আবার মসজিদের সেক্রেটারি বলে সে সমাজের নেতা বা আমির। এখন আমার প্রশ্ন হল শরীয়ত সম্মত নির্দেশের ক্ষেত্রে কার মতটি অবশ্যই পালন করতে হবে মহল্লা বাসিকে।
কোন একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইমাম সাহেব সর্বোচ্চ ফায়সালা দিবেন না সেক্রেটারি সর্বোচ্চ ফায়সালা দিবেন।