আস্সালামুআলাইকুম হুজুর ,আমার ২ জন আত্মীয় আমাকে খুব কষ্ট দিয়েছে,এবংএমন এমন কথা বলেছেন যা একজন মানুষের ভুলে যাওয়া খুবই কষ্টকর ,তবুও আমি মনে মনে ক্ষমা করে দিয়েছি ,আল্লাহর সন্তুষ্টির জন্য ,কিন্তু আমি নিজে থেকে যেচে আগে কথা বলতে চাচ্ছিনা ,এতো অপমান ,এতো কিছুর পরেও আমাকেই কি আগে কথা বলতে হবে তাদের সাথে !? যদি আমি আগে কথা না বলি তবেকি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর শাস্তি পাবো !?
২)মেয়েদের পায়ের গোড়ালি যদি সালাতের সময় বের হয়ে থাকে তবেকি সালাত আদায় হবেনা !?
৩)এই প্রশ্নটির ভালোভাবে বেখ্যাদিন দয়াকরে সঠিক সমাধান দিবেন,এর আগে এর উত্তরে বিস্তারিত বলা হয়নি হুজুর !!
হুজুর !!! আমার সৎ বাবার বিভিন্ন আচরণের কারণে শরীয়তের ভাষা অনুযায়ী আমার মায়ের সাথে তার তালাক হয়ে গিয়েছে ,তারা এগুলো মানেনা ,তারা মনে করে কাগজে কলমে তালাক দিলেই শুধু তালাক হয় ,সৎ বাবা আমাকে খারাপ উদ্দেশ্য নিয়ে স্পর্শ করে ,তালাক হয়েছে এখানেই উত্তর পেয়েছি ,আবার উনি অনেক আগেই মাকে চলে যেতে বলতো,একরকম বাধ্য হয়েই আছে বা ছিল মা...হুজুর আমি মায়ের বড় মেয়ে আমার ভাই খুব ছোট ,ভালোভাবে কথা বলতে শিখেছে মাত্র,৬/৭ বছর হবে ওর,,,মায়ের আমি ছাড়া আর কেউ নেই,,এমতাবস্থায় আমার মেয়ে হিসেবে কি করা উচিত !?? মা এখন অন্য জায়গায় বিবাহ করা কোনোভাবেই সম্ভব না!! আর একজন মহিলা মানুষ এইটুকু একটা বাচ্চাকে নিয়ে কিভাবে থাকবে ! আমিতো মেয়ে ,আমার তো কোনো না কোনো একদিন আল্লাহর হুকুমে বিয়েও হয়ে যেতে পারে তখনতো আমিও মায়ের সাথে আর থাকতে পারবোনা ,আবার সৎ বাবার টাকাও হারাম ,এগুলোই মা ভাইকে বাধ্য হয়ে খেতে হচ্ছে!!! আমিও খেয়েছি ,,,আমি মনে মনে নিয়ত করেছি যে আমি সাদগাহ করে দিবো ইনশাআল্লাহ!! কিন্তু হুজুর এমন পরিস্তিতিতে আমার কি করা উচিত মেয়ে হিসেবে !? আমার কোনোভাবেই মাথা কাজ করছেনা ,আর আমার বাবা ,মা জাহান্নামে যাবে এটা কোনোভাবেই সন্তান হয়ে আমি কিভাবে হতে দেই!! দোহাই লাগে হুজুর দয়াকরে বিস্তারিত বলে সঠিক সমাধান দিন ,আমাকে কোনো হাদিসের বেখ্যা দিতে হবেনা হুজুর!
মেয়ে হিসেবে আমার কি করণীয় !?
4)বর্তমানে আমরা একটা নতুন জায়গায় ভাড়া থাকি ,আমার ছোট ভাই ৭ বছর বয়স ,সে মসজিদে গিয়েছিলো। .কিন্তু একজন বাচ্চা তাকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দে নামাজ চলাকালীন অবস্থায়,,সে কান্না করে এসে মা কে বলে,এই বাচ্চাটা এর অনেকবার আমার ভাইকে মেরেছে ,এজন্য ওকে আমরা বাইরে খেলতেও পাঠাইনা,,তো ধাক্কা দেওয়ার পর মা আমার ভাইকে নিয়ে তাদের বাসায় গিয়ে তার মেক বলেন যে ভাবি এরকম এরকম অবস্থা আপনার ছেলেকে শাসন করবেন ,নয়তো এভাবে শাসন না করে করে তো একদিন সন্ত্রাসী হবে। ..ওদের বাড়ির সবাই তখন আমার মায়ের উপরে ঝাঁপিয়ে ঝগড়া শুরু করেন ,আমি ওদেরকে বলেছিলম্ ,যে আমার ভাইয়ার গায়ে যদি এর পরে কেউ হাত দে ,আমি কিন্তু তাকে ছাড়বোনা ,আমিও আর কিচ্ছু বলিনি ,মাও আর কিচ্ছু বলেনি। আমরা বাসায় আসার পর।,,ঐবাড়ির সব মহিলা পুরুষ আমাদের বাড়ির সামনে এসে আমার মেক আর আমাকে ধমকিয়ে যায় অনেক অনেক বাজে কথা বলেন ,,উনারা অনেক পরহেজগার ,,,পুরুষরা আলিম ,,,অথচ সেই পুরুষরা এসে মাকে বলে এই বের হো আজকে মেরে ফেলবো তোদের ,ভাড়াটিয়ার অবারিত সাহস,,!! আর মহিলারা যা বলেছে তা উচ্চারণ করতেও ঘিন্না হচ্ছে ,,আমার মা আর আমি ভয়ে ঘরে দরজা বন্ধ করে দিয়ে ছিলাম ,মায়ের কান্নায় আমার খুব কষ্ট হয়েছিল ,কিন্তু উনারা প্রকৃত দ্বীনদার হলে এমনটা কিভাবে করতে পারতো !? এখনতো প্রকৃত দ্বীনদার আর লেবাসধারী দিন্দার চেনা অনেক মুশকিল ,,যাই হোক আমরা এখন বাসা ছেড়ে দিচ্ছি ,,,আমাদের কি তাদের সাথে কথা বলে সব ঠিক করেই এখন থেকে যেতে হবে ? নাহলেকি প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হবার শাস্তি আল্লাহ আমাদেরকে দিবেন !? ওই বাড়ির মহিলারা সামনে দিয়ে যাওয়া আশা করলে আমার মনে মনে খুব রাগ হয় ,,,, খুব ঘৃণা হয় ,,,এটাকি আমার পাপ হবে !?