জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ-
وَعَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أنزِلوا النَّاس منازَلهم» . رَوَاهُ أَبُو دَاوُد
’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মানুষকে তার পদমর্যাদা অনুযায়ী সম্মান করো।
(আবূ দাঊদ ৪৮৪২,মিশকাত ৪৯৮৯)
হাদীসের ব্যাখ্যাঃ أَنْزِلُوا النَّاسَ مَنَازَلَهُمْ মানুষকে তার মর্যাদা অনুযায়ী সম্মান দাও। এ কথাটির অর্থ হলো মানুষ সমাজে প্রত্যেক ধর্ম, জ্ঞানে, বিজ্ঞানে, সম্মানে যে যে শ্রেণী ও পর্যায়ের তার সাথে সেরূপ মর্যাদা বজায় রেখে আচার ব্যবহার কর। ‘আল্লামা ‘আযীযী (রহিমাহুল্লাহ) বলেনঃ
الْمُرَادُ بِالْحَدِيثِ الْحَضُّ عَلٰى مُرَاعَاةِ مَقَادِيرِ النَّاسِ وَمَرَاتِبِهِمْ وَمَنَاصِبِهِمْ وَتَفْضِيلِ بَعْضِهِمْ عَلٰى بَعْضٍ فِي الْمَجَالِسِ وَفِي الْقِيَامِ وَغَيْرِ ذٰلِكَ مِنَ الْحُقُوقِ
অর্থাৎ অত্র হাদীসের উদ্দেশ্য হলো মানুষকে উৎসাহিত করে তোলা যে, তারা যেন প্রত্যেককে তাদের নিজ নিজ পদ মর্যাদা সামাজিক অবস্থান ও মান-মর্যাদা বজায় রেখে আচার আচরণ করে। (‘আওনুল মা‘বূদ ৮ম খন্ড, হাঃ ৪৮৩৪)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কন্যার পিতামাতা কন্যার স্বামী এবং শশুর শাশুড়ি কে তোষামোদ করে চলেন,এটি আমাদের দেশে প্রচলিত রয়েছে।
বিবিধ কারনে তারা এই সম্মান করে থাকেন।
তবে ইসলাম এ ক্ষেত্রে এক পাক্ষিক নয়,বরং উভয় পক্ষের সম্মান দেয়াই কামনা করে।
এক্ষেত্রে বিভিন্ন উপহার উপঢৌকন দেয়ার বিধান জানুনঃ-