জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো পুরুষদের জন্য স্বর্ণের আংটি ব্যবহার জায়েজ নেই।
পুরুষদের জন্য শুধু পাথরের আংটিও ব্যবহার করা জায়েজ নেই।
তবে রুপার আংটির মধ্যে পাথরের ব্যবহার থাকলে সেটি কোনো সমস্যাকর নয়।
জায়েজ আছে।
সাড়ে চার গ্রামের কম ওজনের রূপার আংটি পুরুষের জন্য জায়েজ। অন্য কোন ধাতুর মিক্সার থাকলেও যদি তা মূলত রূপার আংটি হয়,অর্থাৎ রূপার দ্বারা পূর্ণ প্রলেপ থাকে, তাহলে ব্যবহারে কোন সমস্যা নেই। তবে রূপার পরিমাণ এক মিসকাল তথা সাড়ে চার গ্রামের বেশি হতে পারবে না। বেশি হলে তা ব্যবহার করা জায়েজ হবে না। [তুহফাতুল আলমায়ী-৫/১০৮]
পুরুষের জন্য রূপার আংটি ছাড়া অন্য কোন ধাতুর আংটি পরিধান করা জায়েজ নয়।
বিস্তারিত জানুনঃ
আব্দুল্লাহ ইবনু বুরাইদাহ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلًا، جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ شَبَهٍ، فَقَالَ لَهُ: «مَا لِي أَجِدُ مِنْكَ رِيحَ الْأَصْنَامِ» فَطَرَحَهُ، ثُمَّ جَاءَ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ حَدِيدٍ، فَقَالَ: «مَا لِي أَرَى عَلَيْكَ حِلْيَةَ أَهْلِ النَّارِ» فَطَرَحَهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مِنْ أَيِّ شَيْءٍ أَتَّخِذُهُ؟ قَالَ: «اتَّخِذْهُ مِنْ وَرِقٍ، وَلَا تُتِمَّهُ مِثْقَالًا»
একদা এক ব্যক্তি পিতলের আংটি পরিহিত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এলে তিনি তাকে বলেনঃ আমি তোমার কাছ থেকে মূর্তির গন্ধ পাচ্ছি কেন? এ কথা শুনে লোকটি আংটি ছুঁড়ে ফেলে দিলো। অতঃপর সে একটি লোহার আংটি পরে এলে তিনি বলেনঃ আমি তোমার নিকট জাহান্নামীদের অলংকার দেখছি কেন? লোকটি এটিও ছুঁড়ে ফেলে দিলো। লোকটি বললো, হে আল্লাহর রাসূল! তাহলে কিসের আংটি ব্যবহার করবো? তিনি বলেনঃ রূপার আংটি ব্যবহার করো, তবে তা যেন এক মিসকাল এর অধিক না হয়।(সুনানে আবি-দাউদ-৪২২৩)
রুপা ব্যতিত অন্য কোন ধাতু দ্বারা পুরুষরা কি আংটি ব্যবহার করতে পারবে?
এ সম্পর্কে ফুকাহাদের মতবিরোধ রয়েছে,
হানাফি মাযহাব অনুযায়ী পুরুষরা রুপার আংটি ব্যতীত অন্য কোনো আংটি ব্যবহার করতে পারবে না।
তাই হানাফি মাযহাবের অনুসারীগন রুপা ব্যতিত অন্য কোন ধাতুর আংটি ব্যবহার করতে পারবেনা।
,
★তবে ভিন্ন মাযহাবের অনুসারীগন রুপা ব্যতিত অন্য কোন ধাতুর আংটি ব্যবহার করতে পারবে।
কোনো সমস্যা নেই।
আরো জানুনঃ
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
পুরুষদের জন্য সাদা সোনা বা প্লাটিনাম ধাতুতে তৈরি আংটি ব্যবহার করা জায়েজ নেই।