১. তালাক শব্দটি বলা বা লিখার সময় কারো যদি কল্পনা চলে আসে সে তার বউকে উদ্দেশ্য করে এটা বলছে, বা তার মনে মনে চলে আসে তার বউকে বলছে এতে কি তাদের তালাক হয়ে যাবে?
আসলে হয়তো বুঝাতে পারছি কি না জানি না, তখন তার এমন মনে হয় যে সে তার বউকে বলছে কিন্তু তার তো তার বউকে ত্যাগের কোনো ইচ্ছা ও নাই কিছু নাই। তাও এইসকল শব্দ বলার সময় বা বিভিন্ন সংখ্যা উচ্চারণের সময় তার মনে হয় সে তার বউকে এগুলো বলছে।
যেহেতু জানা আছে, মজা করে নিয়ত ছাড়া কেও তালাক দিলেও তা কার্যকর হয়ে যায় তাই বিষয়টি জানতে চাচ্ছি।
২. একটা ডিজাইনে লেখা ছিলো " যে পুরুষ এক নারীতে আটকায় না সে কাপুরুষ" (নাউজুবিল্লাহ) । এইটা নিয়ে একজন পোস্ট ্ করলো যে এই ডিজাইন জেনে বুঝে যে লিখেছে ডিজাইন করেছে, এই লেখা যাদের পছন্দ হয়েছে সবাই কাফের হয়ে গেছে। তার লেখা উচিত ছিলো" যে পুরুষ স্ত্রীতে আটকায় না,সে কাপুরুষ, কারণ একাধিক স্ত্রী থাকতেই পারে"। এই ছবিটা আমার আমার স্ত্রী কে দেখানোর পরে বলি, এই ছবি কি দেখেছো? সে বললো হ্যা দেখেছি, তবে এতো গভীর ভাবে ভাবি নি, আমি স্ত্রীই ভেবেছিলাম, তার কি ইমানে সমস্যা হবে?