وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
শরীয়ত বিবাহের জন্য কোনো বিশেষ দিন বা বিশেষ সময় নির্দিষ্ট করেনি। রাতেও বিবাহ করা যায়,দিনের বেলায়ও বিবাহ করা যায়। অবশ্য কিছু ফুকাহায়ে কেরামগন জুম'আর দিন আছরের পর বিবাহ করাকে মুস্তাহাব বলেছেন।
الدر المختار: (کتاب النکاح، 47/4)
ویندب اعلانہ وتقدیم خطبتہ وکونہ یوم الجمعۃ۔
সারমর্মঃ-
বিবাহের ই'লান দেয়া,বিবাহ পড়ানোর আগে খুতবা দেয়া, জুম'আর দিন বিবাহ পড়ানো মুস্তাহাব।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
কিছু ফুকাহায়ে কেরামদের মত অনুসারে শুত্রুবার আছরের পর বিবাহ পড়ানো মুস্তাহাব।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে জুম'আর দিন আছর নামাজের পর বিবাহ পড়ানোর পরামর্শ থাকবে।
(০২)
শরীয়তের বিধান মতে মসজিদে বিবাহ পড়ানো মুস্তাহাব।
লোকদেরকে এ ব্যাপারে তারগিব দেওয়া উচিত।
তাহলে অনেক প্রথা ও নাজায়েজ কাজের বিলুপ্তি ঘটবে,ইনশাআল্লাহ ।
তবে এই ব্যাপারে এতো কঠোরতা করা যাবেনা,যে সাধারণ লোকেরা বুঝে যে মসজিদ ছাড়া বিবাহই হয়না।
এমন কঠোরতা করা যাবেনা।
(কিতাবুন নাওয়াজেল ৮/৫১,ফাতাওয়ায়ে দারুল উলুম ৭/১৬৬)
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ الأَنْصَارِيُّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَعْلِنُوا هَذَا النِّكَاحَ وَاجْعَلُوهُ فِي الْمَسَاجِدِ وَاضْرِبُوا عَلَيْهِ بِالدُّفُوفِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَسَنٌ فِي هَذَا الْبَابِ .
আহমদ ইবনু মানী (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহের ঘোষণা দিবে এবং তা মসজিদে সম্পন্ন করবে। আর এ উপলক্ষ্যে দফ বাজাবে।
ইবনু মাজাহ ১৮৯৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৮৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই বিষয়ে এই হাদীসটি হাসান গারীব।
এ হাদীসে আলোকে উলামায়ে কেরামগন বলেছেন যে মসজিদে বিবাহ পড়ানো মুস্তাহাব,সুন্নাত বলেছেন।
এসে পাত্রকে মেয়ের পক্ষ থেকে বিবাহ প্রস্তাব দিবে। আর পাত্র সাক্ষীদের উপস্থিতিতে "কবুল" বলবে।