জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তা‘আলা বলেন,
قُلْ إِنِّيْ أُمِرْتُ أَنْ أَعْبُدَ اللَّهَ مُخْلِصاً لَّهُ الدِّيْنَ
‘বলুন, আমি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছি’ (যুমার ৩৯/১১)।
বড় দাঈ নূহ (আঃ) সম্পর্কে আল্লাহ বলেন,
وَيَا قَوْمِ لاَ أَسْأَلُكُمْ عَلَيْهِ مَالاً إِنْ أَجْرِيَ إِلاَّ عَلَى اللّهِ
‘আর হে আমার জাতি! আমি তো এজন্য তোমাদের কাছে কোন অর্থ চাই না; আমার পারিশ্রমিক তো আল্লাহর নিকট রয়েছে’ (হূদ ১১/২৯)।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
যে সমস্ত মানুষেরা ডোনেশন দেয়,তাদেরকে অবহিত করে তাদের সম্মতিতে মাসিক স্যালারি নেয়া জায়েজ হবে।
(এক্ষেত্রে যেহেতু আপনার আর্থিক অবস্থা ভালো, আলহামদুলিল্লাহ। সুতরাং এ মহান কাজে পারিশ্রমিক না নেয়ার পরামর্শ থাকবে।)
নতুবা জায়েজ হবেনা।
হ্যাঁ দাওয়াতের কাজ করতে গিয়ে আপনার পকেট থেকে খরচ হয়ে গেলে সেই খরচ নিতে পারবেন।