আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আমার স্বামীর সাথে একটা বিষয় নিয়ে ঝামেলা হচ্ছিল, (আমাদের মেসেজে কথা হচ্ছিল কারন আমরা দুজন দুই জায়গায় থাকি) এক পর্যায়ে সে লেখে যে, "তুমি আমাকে কোন মেসেজ, কল দিবা না।" সে আমার সাথে কথা বলতে চায় না জন্য আমাকে ব্লক করে দেয়।
পরে আমি তাকে অন্য মাধ্যম থেকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করি যে, সে যে রাগ করে আমাকে বললো আমি যেন তাকে ফোন বা মেসেজ না দেই, এতে আবার আমাদের বিয়ের কোন ক্ষতি হলো কি না।
তখন সে মেসেজে লিখছে, "হুট, আন্দাজে কথা বলো না। আমি কইছি তোমাকে তালাক দিচ্ছি?"
আসলে সে বুঝাতে চাচ্ছিলো যে, তালাকের কোন কথা তো আসেনি বিয়েতে সমস্যা হবে কেন।
কিন্তু এখন আমার ভয় হচ্ছে ( আমি বলছি তোমাকে তালাক দিচ্ছি?") তার এই প্রশ্ন করে বলা কথার মধ্যে তো তালাক শব্দ টা আছে। এর জন্য কি তালাক হয়ে গেছে?