ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
বিশেষ কিছু কারণে শরীয়ত অনুমোদন প্রদান করে থাকে।
(ক)বর্তমানে কোলে দুধের একটি শিশু রয়েছে,অপরদিকে উক্ত মহিলার গর্ভাশয়ে নতুন সন্তানও উৎপাদিত হচ্ছে। গর্ভের ধরুন দুধ একেবারে শুকিয়ে গেছে। অপরদিকে উক্ত সন্তানকে অন্যকোনো উপায়ে লালনপালন করা যাচ্ছেনা। মায়ের দুধ ব্যতীত অন্যকিছুতে সে মূখই দিচ্ছে না। এমতাবস্থায় চারমাস হয়নি এমন গর্ভকে গর্ভপাত করা বৈধ রয়েছে।
(খ)কোনো মুসলমান বিজ্ঞ ডাক্তার উক্ত গর্ভবতী মহিলাকে পরিদর্শন করে বলে যে,গর্ভপাত না করলে মহিলার জান বা কোনো অঙ্গ বিনাশের আশঙ্কা রয়েছে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিনা জরুরতে গর্ভপাত করিয়েছেন, এজন্য আল্লাহর কাছে তাওবাহ ইস্তেগফার করতে হবে।আল্লাহ আপনাকে ক্ষমা করুক।আমীন।
(২)
আপনি পূর্ববর্তী মাসের হিসাব অনুযায়ী ৭ দিন হায়েয ধরে অতিরিক্ত দিনকে ইস্তেহাযা ধরবেন।
(৩) উনার সাথে কথা বলুন।তবে কথা না বললে গোনাহ হবে না। গর্ভপাত করানোর নির্দেশ প্রদাণের জন্য উনাকেও তাওবাহ করতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
(৪)
স্বর্ণ এক ভড়ির চেয়ে একটু বেশি থাকলে, তখন রুপার হিসেবে যাকাত আসবে না। কেননা শুধু স্বর্ণ থাকলে যাকাত আসে না।
(৫) আপনি যাদেরকে টিউশন করান, তাদের ইনকাম হারাম হলেও আপনার পারিশ্রমিক হারাম হবে না। হ্যা, উত্তম হল, এমন কাউকে পড়ানো যাদের অভিভাবকদের ইনকাম হালাল।
(৬) আপনার জন্য জরুরত পর্যন্ত গ্রহণ জায়েয হবে।
(৭) আপনার পিতাকে লোন ছেড়ে দিয়ে তাওবাহ করতে বলুন।
স্বামীর হারাম ইনকাম থেকে গ্রহণ জায়েয হবে।কেননা বিয়ের পর স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব স্বামীর।তবে বাবার হারাম ইনকাম থেকে গ্রহণ জায়েয হবে না।
(৮) বাড়ির ভিতরে বসে টিউশনি করলে গোনাহ হবে না। তবে স্বামীর অনুমতি ব্যতিত ঘরের বাহিরে যাওয়া জায়েয হবে না।