রেমিট্যান্সের নতুন নিয়ম অনুয়ায়ী রেমিট্যান্সে ৫% প্রনোদনা দেওয়া হয়। যেখানে ২.৫% সরকার থেকে দেওয়া হয় এবং বাকি ২.৫% বাণিজ্যিক ব্যাংকের নিজের তহবিল থেকে দেওয়া হয়ে থাকে, আগের একটি প্রশ্ন উত্তর থেকে জেনেছি সরকারকতৃক প্রদও ২.৫% নেওয়া জায়েজ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক ব্যাংক গুলো যে আরো অতিরিক্ত ২.৫% দিচ্ছে সেই অংশটুকু নেওয়া কি জায়েজ হবে, যেহেতু ব্যাংকের তহবিলের আয় সুদভিত্তিক।