ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ প্রত্যেক সৃষ্টিজীবকে বিশেষত মানুষকে অত্যান্ত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ
হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?
الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।
فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ
যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।(সূরা আল-ইনফেতার-৬,৭,৮)
আল্লাহ তা'আলা আরো বলেন,
لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ
আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।(সূরা ত্বীন-৪)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যার জন্য যেটা প্রয়োজন তাকে সেভাবেই সুন্দর করে তৈরী করা হয়েছে। যাকে ছেলে বানানোর প্রয়োজন তাকে ছেলে বানানো হয়েছে, যাকে মেয়ে বানানোর প্রয়োজন তাকে মেয়ে বানানো হয়েছে। সুতরাং আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করা,জেন্ডার পরিবর্তন করা সম্পূর্ণ নাজায়েয ও হারাম এবং এটা কবিরা গোনাহের অন্তর্ভুক্ত । তবে এজন্য কাউকে কাফির আখ্যায়িত করা যাবে না। হ্যা, এটা অবশ্যই বড় পর্যায়ের কবিরা গোনাহ।
যদি কাউকে আল্লাহ বিশেষ কোনো হেকমতে ত্রুটিযুক্ত করে জন্ম দেন, তাহলে তার জন্য অপারেশন করে ত্রুটিমুক্ত হওয়া জায়েয। এক্ষেত্রে সেটা সৃষ্টির পরিবর্তন হবে না।