বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ۖ وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا ۖ وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ۚ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
পিতা-মাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পীড়াপীড়ি করে, যার জ্ঞান তোমার নেই; তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সদ্ভাবে সহঅবস্থান করবে। যে আমার অভিমুখী হয়, তার পথ অনুসরণ করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে, আমি সে বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করবো।(সূরা লোকমান-১৫)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি কখনো আপনার মাতাপিতার সাথে উচ্ছবাক্য করতে যাবেন না। বরং সর্বদাই নরম ভাষায় তাদেরকে বুঝাবেন। তারপরও যদি তারা না বুঝেন, তাহলে গোনাহ তাদেরই হবে, এক্ষেত্রে আপনাকে কোনো প্রকার জবাবদিহিতা করতে হবে না। তাছাড়া বাবার বাড়ী থেকে নানার বাড়ী যদি পর্দা পুশিদার বেশী হেফাজত থাকে,তাহলে নানার বাড়ীতেই আপাতত অবস্থান নিবেন।