ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন,
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ
যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। (সূরা আত-তাওবাহ-৬০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে, আপনার ঐ বিজনেস পার্টনার আপনার নিকট কত টাকা পায়। যদি আপনি তাকে জিনিষ পত্র দিয়ে থাকেন, এবং সেই জিনিষপত্রের মূল্য এক লক্ষ টাকার সমপরিমাণ হয়, তাহলে এই মুহূর্তে আপনার নিকট অাপনার বিজনেস পার্টনার কিছুই পাবে না। তবে যদি কিছু টাকার দিয়ে থাকেন, তাহলে এক লক্ষ টাকার মধ্যে অবশিষ্ট টাকা সে আপনার কাছে পাবে। ঐ ঋণ পরিশোধ করার মত আপনার কোনো ব্যবস্থা না থাকলে, নগদ টাকা বা জায়গাজমি বিক্রি করে পরিশোধ করার কোনো সুযোগ না থাকলে, তখন আপনি যাকাত/সাদকাহ গ্রহণ করে উক্ত ঋণ পরিশোধ করতে পারবেন।