ইশা নামটাতো মূলত নামাজের ওয়াক্তের নাম হিসেবে জানি।
ইশা নামের অর্থ গুগল করলে আসে "রাতের খাবার"।আরেক জায়গায় দেখলাম এটার অর্থ নাকি রক্ষাকারী..। রক্ষাকারী তো আল্লাহ তায়ালা। এই নাম কোনো মানুষের রাখলে সেটা কি শিরক হবে? যার এই নাম আছে অলরেডি তাকে কি নাম পরিবর্তন করতে হবে?
এই নামটির আসলে অর্থ কোনটি?