১. On behalf qs:লাস্ট পিরিয়ড হয় প্রায় ৩ মাস আছে। আজ এতদিন পর দুপুরের দিকে একটু কালো ব্লাড দেখা গেছে,আর এখন আবার white discharge দেখা যাচ্ছে।
পিরিয়ড এমনিতে ইররেগুলার কারণ PCOS আছে ( পলিসিস্টিক ওভারি সিনড্রোম)
এমতাবস্থায় নামায পড়ব কিনা?
2. (এটা অন্য আরেকজনের কেইস) কিছু বিষয়ে স্ট্রেস অনেকদিন ধরে ভুগাচ্ছে, সময় দিলে ঠিক হয়ে যাবে,সবর শোকরকে উপায় করে দিন কাটাচ্ছি। কিন্তু মাঝে মাঝে তীব্র আকার ধারণ করে। সমস্যা হল- PCOS আছে। এতে স্ট্রেস নিলে সমস্যা হয়, ৩ মাস ঔষধ খাওয়ার সময় শরীর ঠিক ছিল,শেষে এসে যেই স্ট্রেস বেড়ে গেছে,দুইদিন অনেক বেশি টেনশন গেছে,শরীর আবার খারাপ করছে,পিরিয়ড ১০ দিন এক্সটেন্ড করে গেছে,ইস্তিহাযা শুরু হয়ে গেছে। শরীর মন দুইটাই বিপর্যস্ত হয়ে যায়। আজ প্রায় ৯ বছর হলো একটা স্ট্রেস নিয়ে ঘুরছি,বেশিরভাগ সময় ঠিক থাকলেও যখন বাড়ে তখন আমার শরীর খুব খারাপ হয়।
এই রোগ বাড়িয়ে নিলে ফার্টিলিটিতে এফেক্ট করবে,ভবিষ্যতে ডায়াবেটিস হতে পারে। মাসে দেড় হাজারের ঔষধ লাগে। যদি ঘুম খাবার আর স্ট্রেসটা ঠিক থাকে,অনেকখানি ভালো থাকা যায়।
স্ট্রেসটা আমার একটা গুনাহ নিয়ে,তাই বর্তমানে দ্বীনের বুঝ আসার পর যাদের সাথে মিশি,কাউকে বলতে চাচ্ছি না,গুনাহ প্রকাশ করতে চাচ্ছি না,তাই নিজের মধ্যে পুষতে পুষতে শেষ হয়ে যাচ্ছি।
এতোকিছুর পর এখন সিদ্ধান্ত নিচ্ছি যে কাউন্সেলিং সেবা গ্রহণ করব।
সেক্ষেত্রে তাক্র আমার গোপন গুনাহ জানাতে হবে,অন্যদের ব্যাপারে খারাপ কিছু ও বলতে হবে।
এটা জায়েজ হবে কিনা?
(কাউন্সেলিং যে বোন করাবেন সে দ্বীনের বুঝ রাখেন)