আসসালামু আলাইকুম হুজুর,
আমি একটা জটিল বিষয়ে পড়েগেছি, সেটা হলো
কয়েকদিন আগে আমি একজন সুন্নিহুজুরের সাথে একটা বাসার দাওয়াতে যায়, যিনি দাওয়ার করেছিলেন উনি হুজুরকে বলেছিলেন যে, যেন কয়েকজন মানুষকে সাথে নিয়ে আসতে দাওয়াত খেতে। তো লোকটির নাম ছিল দুলাল।উনি মূলত সুন্নি,তবে ঝাঁড়ফুক করার জন্য উনার আলাদা আসন আছে যেখানে উনি ঝাঁড়ফুক, চালান দেওয়া এইসব বিষয়ে কাজ করেন।
আসলে লোকটি যে এইসব কাজ করে,তা আমার জানা ছিলনা।নইলে আমি কখনো দাওয়াতে যেতাম না।
তো খাবার টেবিলে যথারীতি খাবার আনা হলো, কথার কথায় লোকটি বললো যে তিনি প্রতি বৃহস্পতিবার ফাতিয়া দেন, গাউসুল আজমের নামে ফাতিয়া দেয়া হয় আরকি। তো সেই হিসেবে আজকের এই দাওয়াত। তো কথা হলো আমি আমার পাতে ভাত,রুই মাছ,ডাল আর কিছু সালাদ নিয়েছিলাম। লোকটি যে বিভিন্ন বিষয়ে চালান দেয়া নিয়ে কাজ করে থাকেন সেটা জানতে পারি খাবার খাওয়ার প্রায় শেষে,যতদূর মনে হয়।
১| তো এখন আমার জিজ্ঞাসা হলো,এই যে লোকটার দাওয়াতের খাবার খেলাম, এই খাবার গুলো তো খাওয়া আমার ঠিক হয় নাই।এখন আমি যদি উনার দাওয়াতের খাবার আমি যতটুকু খেলাম, ওইটার পরিমান টাকা যদি আমি কাউকে দান করে দেই অথবা কোন মসজিদে দান করে দিলে কোন ক্ষতি হবে কিনা?
২| উনার থেকে যে পরিমাণ খাবার আমি খেলাম,তার দাম ৫০০শত টাকার বেশী হবেও না। এখন এই পরিমাণ খাবারের টাকাগুলো মানে ৫০০শত টাকা কি করা উচিত আমার?
৩| আমি যদি ওই ৫০০ শত টাকা কোন মসজিদে সোয়াবের আশা ছাড়া দান করে দেই, তাহলে এটা করা কি উচিত হবে?
# হুজুর,লোকটি কিন্তু তরিকায় সুন্নি, আপনারা ভালো করেই জানেন বিদয়াতি সুন্নিদের বিষয়ে।তবে আরো কিছু কথা হলো যে উনি যেসব বিষয়ে তাবিজ দেয়া,ঝাঁড়ফুক করে, চালান দেন ওইটার ক্ষমতা নাকি উনাকে আল্লাহর ওলীরা দিয়ে থাকে। সেটা বেশীরভাগ স্বপ্নের মাধ্যমে তাদের দেওয়া হয়। ( আমাদের সমাজে এবং তাদের মুখ থেকে এই রকমই বলা হয়ে থাকে সাধারণ মানুষজনকে)
তাছাড়া লোকটির আসনটা যখন দেখে যেতে বলেছিলো,তখন সেটা দেখতে গেলাম,সেখানে সুন্নিদের তৈয়ব শাহ্ তাহের শাহ ছবি লাগানো ছিল, তাছাড়া বিভিন্ন পীর ওলীর ছবি যা বাজারে পাওয়া যায় তাও লাগানো ছিল।অবাক করা বিষয় হলো সেখানে একটা বাটিতে কিছু ডিম ছিল,সাথে আরো কিছু জিনিস ছিল যা মনে পড়ছে না।উনি ওইগুলা দিয়ে চালান দিছিলেন তার মুরিদের সমস্যার জন্য।
এখন তারা যে এইসব বিষয় করছে সেটা আমি যতদূর মনে করি তারা স্বপ্নে শয়তান দ্বারা বিভ্রান্ত হয়ে এমনটা করছে।এই বিষয়ে আপনারা যদি কিছু স্পষ্ট দালিলিক প্রমাণ আলোচনা করেন সাধারণ জনগণের জন্য তাহলে হয়ত তারা অনেকে সতর্ক হবেন।
আল্লাহ তায়াল IOM এর সকল সদস্যের উপর রহমত বর্ষণ করুক,আমীন।