ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আনাস (রাঃ) হতে বর্ণিত।
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ إِنْسَانٌ أَوْ طَيْرٌ أَوْ بَهِيمَةٌ إِلَّا كَانَت لَهُ صَدَقَة»
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন মুসলিম যে গাছ লাগায় অথবা ফসল ফলায় অতঃপর কোন মানুষ অথবা পশু, পাখী (মালিক-এর বিনানুমতিতে) এর থেকে কিছু খেয়ে ফেলে, তাহলে (এ ক্ষতি) মালিক-এর জন্য সদাক্বাহ্ (সাদাকা) গণ্য হবে। (সহীহ বুখারী ২৩২০, সহীহ মুসলিম ১৫৫২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গাছ আল্লাহর সৃষ্টিকৌশলের অন্যতম এক নিদর্শন। আল্লাহ সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তাফিকির করতে বাসায় বিভিন্ন গাছ সংরক্ষণ করতে পারেন।তবে এটাকে সওয়াবে পরিণত করতে গাছ মাঠিতে লাগিয়ে নিবেন। এতেকরে পরবর্তীতে উক্ত গাছ থেকে সদকায়ে জারিয়ার মত সওয়াব পেতে থাকবেন। যদি মাঠিতে না লাগান,তাহলেও তিরস্কারপূর্ণ বিলাসিতা হবে না ইনশা'আল্লাহ।