ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পূর্বে অনেক ফাতাওয়াতে আমরা উল্লেখ করেছি যে,মাতাপিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট মেরেজ করা সমীচীন হবে না,মঙ্গলজনক হবে না।মাতাপিতাকে না জানিয়ে বালিগ ছেলে মেয়ের বিবাহ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।উনেক উলামায়ে কেরাম অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন।হানাফি মাযহাব মতে কু'ফু হিসেবে ছেলেটি মেয়ের সমকক্ষ বা বেশী মর্যাদার অধীকারী হলেই কেবল বিয়ে শুদ্ধ হয়ে যাবে।নতুবা মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে।জানুন-
https://www.ifatwa.info/994, কুফু সম্পর্কে জানতে
https://www.ifatwa.info/780
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
দ্বীনদারিতাকে প্রদান্য দিয়েই বিয়ে করা উচিৎ। মেয়ের তুলনায় ছেলের টাকা বা সামাজিক সম্মান বেশী হলে, এক্ষেত্রে কু'ফু গ্রহণযোগ্য হবে না। ছেলের মায়ের জন্য ডক্টরেট শর্ত প্রদান কখনো কাম্য হতে পারে না। বরং তিনি দ্বীনদারিতা ও ঘরকে সামাল দেয়ার যোগ্যতাকেই অগ্রাধিকার দিবেন,এটাই উনার জন্য উচিৎ ছিলো।
"মেয়ে ডক্টরেট করলে শাশুড়ী তাকে ঘরে তুলবেন, এর আগে তুলবেন না।" এমন শর্ত মানা বা পালন করা ছেলের জন্য জরুরী হবে বলে মনে হচ্ছে না।
যাইহোক,ছেলের উচিৎ যেভাবেই হোক, মাকে রাজী খুশী করে উক্ত বিয়ের ব্যাপারে সামনে অগ্রসর হওয়া।