আসসালামু ’আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
আমার আম্মুর কোমরে, পায়ে, হাঁটুতে অনেক জটিলতা আছে। হাঁটু ভাজ করে বসতে পারে না। স্থানীয় একজন ইমাম সাহেব বলেছেন, হাঁটু ভাজ করতে না পারলে সিজদাহ দেবার সময় পশ্চিম দিকে পা ছড়িয়ে বসবে। কিন্তু আবার সমস্যা হচ্ছে কোমরের সমস্যার জন্য আম্মু মেঝেতেও বসতে পারে না। একবার বসে পড়লে উঠতে অনেক সময় লাগে এবং অনেক কষ্ট হয়। আবার এই কোমর, পায়ে সমস্যার কারণে বেশিক্ষণ দাঁড়ায়ে থাকতে পারে না। এভাবে উঠেবসে নামায পড়া উনার জন্য প্রায় অসম্ভবের কাছাকাছি। আল্লাহ পাক সহজ করুক। এমতবস্থায় কিভাবে নামায পড়বেন উনি?
জাযাকাল্লাহু খইরন ফিদ্দুনইয়া ওয়াল আখিরহ